ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে সরব প্রীতি জিনতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৪, ০৭:০১ পিএম
প্রীতি জিনতা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ নিয়ে এবার সমাজমাধ্যমে সুর চড়ালেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। শুরু হয়েছিল কোটা সংস্কারের আন্দোলন দিয়ে। ক্রমশ এই আন্দোলন অগ্নিগর্ভ আকার নেয়। শেখ হাসিনা সরকারের পতন হয়। কিন্তু তার পরেও থামে না অশান্তি। এই বিষয়ে মুখ খুললেন প্রীতি। বাংলাদেশে যাতে দ্রুত শান্তি ফিরে আসে, সেই প্রার্থনাও করেছেন অভিনেত্রী।

এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) প্রীতি লেখেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু মানুষের সঙ্গে যে হিংসার ঘটনা ঘটছে, তা দেখে আমি বিধ্বস্ত ও ভেঙে পড়েছি। মানুষকে হত্যা করা হচ্ছে। মানুষ ঘর হারাচ্ছে। সংখ্যালঘুদের প্রার্থনাস্থলে ভাঙচুর করা হচ্ছে। আশা করছি, নতুন সরকার এই ধরনের হিংসা বন্ধ করতে যথার্থ পদক্ষেপ করবে। বাংলাদেশের নির্যাতিতদের জন্য আমি প্রার্থনা করছি।’

প্রীতির আগে সোনু সুদ, রবিনা ট্যান্ডন ও আদিল হুসেনও বাংলাদেশ নিয়ে সরব হয়েছেন। বাংলাদেশের সংখ্যালঘু মহিলারা তাদের পরিস্থিতির কথা বলছেন, এমন একটি ভিডিও শেয়ার করেছিলেন সোনু। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়দের যাতে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হয়, সরকারের কাছে সেই আর্জিও রেখেছিলেন সোনু।