ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

এশিয়া কাপে খেলছেন না জসপ্রিত বুমরাহ 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০৬:৩৩ পিএম
জসপ্রিত বুমরাহ। ছবি- সংগৃহীত

ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ চলতি বছরের এশিয়া কাপে খেলার সম্ভাবনা নেই বলে জানা গেছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে তিনটি ম্যাচ খেলার পর তাকে বিশ্রাম দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। 

এই সিদ্ধান্ত আগে থেকেই পরিকল্পিত ছিল, যার মূল উদ্দেশ্য—বুমরাহর ওয়ার্কলোড ব্যবস্থাপনা ও চোটের ঝুঁকি এড়ানো।

ইংল্যান্ড সফর শুরুর আগেই প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছিলেন, পুরো সিরিজে তিনটির বেশি টেস্ট খেলবেন না বুমরাহ। সেই অনুযায়ী, তিনি তৃতীয় টেস্ট শেষে দল থেকে বাদ পড়েছেন। 

তবে এখন শোনা যাচ্ছে, বুমরাহ কেবল ইংল্যান্ড সিরিজই নয়, আসন্ন এশিয়া কাপ থেকেও বাইরে থাকবেন।

এশিয়া কাপে থাকছেন না, কবে ফিরবেন বুমরাহ?

সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত এশিয়া কাপ শেষ হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এর ঠিক তিন দিন পরই ২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ভারতের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

 এই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে দিল্লিতে, ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত।

ধারণা করা হচ্ছে, বুমরাহ একসঙ্গে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলবেন না। তার ফিটনেস ধরে রাখতে একটিতে তাকে বিশ্রাম দেওয়া হবে। তবে একাধিক সূত্রের দাবি, তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেও ছুটি পেতে পারেন।

যদি বুমরাহ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও না খেলেন, তাহলে তার সম্ভাব্য ফেরার মঞ্চ হতে পারে নভেম্বরের দক্ষিণ আফ্রিকা সফর। ওই সিরিজে দুটি গুরুত্বপূর্ণ টেস্ট রয়েছে।

যা আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রথম টেস্ট হবে ১৪-১৮ নভেম্বর এবং দ্বিতীয়টি ২২-২৬ নভেম্বর।