এ প্রজন্মের চিত্রনায়ক অনিক রহমান অভি ও চিত্রনায়িকা আঁখি চৌধুরী। সম্প্রতি তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘বউয়ের সাথে শাশুড়ি ফ্রি’ নামের একটি একক নাটকে। সম্প্রতি নাটকটির চিত্রায়ণ হয়েছে। সারোয়ার হোসেনের রচনায় হাস্যরসে ভরা নাটকটি পরিচালনা করেছেন হৃদয় জাহান।
নাটকটি নিয়ে উচ্ছ্বসিত আঁখি চৌধুরী। তিনি রূপালী বাংলাদেশ-কে বলেন, ‘কমেডি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। তবে এর গল্পটা খুবই সুন্দর। নাটকটি সকল শ্রেণির দর্শকদের হাসাতে বাধ্য করবে। কেউ না থাকলে মিস করবেন।’
‘বউয়ের সাথে শাশুড়ি ফ্রি’ নামের নাটকটিতে আরও অভিনয় করেছেন রেবেকা রউফ, রেশমি, তুহিন চৌধুরী, ইমরান হাসু প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, কমেডি গল্পে নির্মিত এই নাটকটি শিগগিরই অভি ফিল্মস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :