সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুট হওয়া মূল্যবান পাথর উদ্ধারে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুরে সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফির নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ জানান, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কমিশন শুরু থেকেই কঠোর অবস্থানে রয়েছে। স্থানীয় কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তির যোগসাজশে দীর্ঘদিন ধরে ভোলাগঞ্জ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতি করা হচ্ছে-এমন অভিযোগের ভিত্তিতে এ ইনফোর্সমেন্ট অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় দুদক।
ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা বাংলাদেশের অন্যতম বৃহৎ পাথর উত্তোলন অঞ্চল। এখানকার প্রাকৃতিক সম্পদ দীর্ঘদিন ধরে সরকারের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস হলেও কিছু চক্র অবৈধভাবে এসব পাথর উত্তোলন ও পাচার করে আসছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কিছু দুর্নীতিগ্রস্ত সদস্য এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এসব কার্যক্রম বছরের পর বছর ধরেই চলে আসছে।
দুদকের উপ-পরিচালক নাজমুস সাদাত রাফি অভিযান বলেন, এখানে প্রাথমিক তদন্তে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সুস্পষ্ট আলামত মিলেছে। আমরা পাথর উত্তোলনের বৈধতা, অনুমোদিত সীমা এবং প্রকৃত উত্তোলনের পরিমাণ যাচাই করছি। এই অভিযানের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযানে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দাখিল করা হবে। একইসঙ্গে ভোলাগঞ্জ অঞ্চলে নিয়মিত মনিটরিং চালু এবং স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন