ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫

সব ক্ষেত্রেই কাজ করতে চান পারশা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৩:৫২ পিএম
পারশা মাহজাবীন পূর্ণী। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী। সম্প্রতি তার গাওয়া ১ মিনিট ৫০ সেকেন্ডের ‘চলো ভুলে যাই’ শিরোনামের গান দিয়ে রাতারাতি ভাইরাল বনে গেছেন তিনি। গত ২৮ জুলাই দিবাগত রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্টে গানের ভিডিওটি প্রকাশ করেন। যেখানে উকুলেলে বাজিয়ে কোটা সংস্কার আন্দোলনের সহিংসতা নিয়ে গান গাইতে দেখা গেছে তাকে। গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তে লেগেছিল অল্প সময়। পারসার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর। সব শ্রেণির মানুষ গানটি লুফে নেয়।

এখনো গানটির জন্য ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন এই সুন্দরী গায়িকা। তারই রেশ না কাটতেই নতুন মৌলিক গান নিয়ে হাজির পারশা। এবারের গানের শিরোনাম ‘যদি তুমি আমার হতে’। গানটির কথা ও সুর গায়িকার নিজেরই। নতুন গানটি নিয়ে তিনি বলেন, ‘গানটি অনেক কষ্ট থেকে লেখা। আশা করি ভালো লাগবে।’

মূলত গানের মানুষ হলেও বিভিন্ন ব্যান্ডের টিভিসি এবং ওভিসিতে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন নাটকেও। তার গানের বয়স তিন হলেও অভিনয়ে নাম লেখিয়েছেন সবেমাত্র! তবে এরই মধ্যে পেয়েছেন সিনেমার প্রস্তাব। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে পথটা বুঝেশুনে চলতে চান পারশা। তার ভাষায়, ‘অভিনয়ের অনেক কিছুই শেখা বাকি। তিন বছর বয়স থেকে গান করি। কিন্তু অভিনয়ের ক্ষেত্রে একেবারেই নতুন। এ বছরের ফেব্রুয়ারি মাসে আমার অভিষেক। আরেকটু শিখে নামতে চাই। গান, মডেলিং, অভিনয় সবক্ষেত্রেই কাজ করতে চাই।’