ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

‘বাজান’কে নিয়ে বাইক চালিয়ে পরীর সমুদ্রবলিাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৬:৫৬ পিএম
সন্তান রাজ্যর সঙ্গে ঢালিউড নায়িকা পরীমণি। ছবি- সংগৃহীত

ঢেউয়ের ডাকে আর বৃষ্টির টানে শেষ পর্যন্ত কক্সবাজারের পথেই ছুটলেন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সমুদ্রের ধারে কোয়াডবাইকে চড়ে সন্তান রাজ্যকে নিয়ে একঝলক ছুটির আনন্দে ভেসেছেন তিনি। খোলা চুল, চোখে চশমা আর প্রশান্তির হাসিতে মোড়া এক ‘পরী’কে দেখে মনে হয় জীবনের সেরা সময় কাটাচ্ছেন এই নায়িকা। 

শুধু কোয়াডবাইকেই থেমে থাকেননি অভিনেত্রী। তার ক্যাপশনেই যেন খুশির আসল ইঙ্গিত—‘আমার বাজান খুশি।’ এতেই বোঝা গেল, ঢেউয়ের চেয়েও বেশি আনন্দ এখন পরীর ছোট্ট রাজ্যে। 

ছেলেকে নিয়ে কক্সবাজার সৈকতে কোয়াডবাইক চালাচ্ছেন পরীমণি। ছবি- সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার পাড়ায় পরীর সেই ভিডিও মুহূর্তেই ভাইরাল—কেউ লিখছেন, ‘মা-ছেলের এমন মুহূর্ত আরও চাই’, কেউ আবার চোখে কাজল ধোয়ার গল্পে খুঁজে নিচ্ছেন কবিতা!

আসলে এই সমুদ্রযাত্রা হঠাৎ আসেনি। রীতিমতো ঘোষণা দিয়েই এই সফরে বেরিয়েছেন পরীমণি। 

কয়েক দিন আগেই নিজের ওয়ালে কাব্যিক ঢঙে লিখেছিলেন, ‘সমুদ্রস্নানে যাব… একপশলা বৃষ্টির সঙ্গে নোনা জলের ঢেউয়ে ঘুম জড়ানো চোখের লেপ্টে থাকা কাজল ধুয়ে দেব…’। সঙ্গে ছিল ‘পরী’ ইমোজি আর রহস্যের ছোঁয়া। তখন থেকেই ভক্তদের মধ্যে গুঞ্জন, ‘এই সমুদ্র কি পরী কারও সঙ্গে ভাগাভাগি করতে যাচ্ছেন নাকি?’

পরীমণি। ছবি- সংগৃহীত

সব গুঞ্জনের আগুনে ঘি ঢালার মতোই, এরপরই এলো সেই প্লেনের ভিডিও, যেখানে জানালার পাশে বসে আকাশপানে চেয়ে থাকা পরীমণি লিখলেন, ‘যাই… সমুদ্র ডাকে’। এমনকি বিমান তখনো পুরোপুরি উড়াল দেয়নি, তবুও যাত্রা শুরু!

তবে এই যাত্রায় ‘কে’ আছে পাশে, তা নিয়ে চলছে গসিপ-ঝড়। বাজান তো আছেনই, কিন্তু সেই বিশেষ কেউ? পোস্টের ভেতরে না বলা গল্প কি রয়ে গেল শুধু কবিতাতেই?

সম্প্রতি উত্তরা বিমান দুর্ঘটনার খবরে পরীমণি ভুগেছেন প্যানিক অ্যাটাকে, ছিলেন হাসপাতালে ভর্তি। তাই এই সমুদ্রযাত্রা অনেকেই দেখছেন ‘থেরাপি ট্রিপ’ হিসেবে। 

পরীমণি। ছবি- সংগৃহীত

কিন্তু পরীর ক্যামেরার পেছনের হাসি আর চোখের দীপ্তি বলছে, এটা শুধু অবকাশ নয়, জীবনের কাছে নতুন করে ধরা দেওয়ার এক উদযাপন।

তবে যতই জল্পনা থাকুক, ঢেউয়ের পেছনে ছুটে চলা এই তারকার সব রং যেন মিলেছে কোয়াডবাইকের চাকার ঘূর্ণিতে। পরীমণির মুখে প্রশান্তির সেই হাসি আর রাজ্যের শিশুসুলভ উচ্ছ্বাস—সব মিলিয়ে এক নিখাদ আনন্দের গল্প। এখন শুধু অপেক্ষা, এই সফরের পরবর্তী বার্তাটি কোথা থেকে আসে।