গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কলম্বিয়ান গায়িকা শাকিরা। কিছুদিন আগেই শুরু হয়েছে শাকিরার নতুন কনসার্ট ট্যুর। শুধু তা–ই নয়, পেটের ব্যথা এমন তীব্র আকার ধারণ করে যে তাঁকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয়। আর পিছিয়ে দিতে হয় পেরুর কনসার্ট।
সেই খবর গায়িকা নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করেন। ৪৮ বছর বয়সী এই গায়িকা জানান, গত শনিবার রাতে তাঁকে হাসপাতালের ইর্মাজেন্সিতে যেতে হয়। বর্তমানে তিনি এখনো পর্যবেক্ষণে আছেন। চিকিৎসা চলছে। শাকিরা সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করে শো বাতিলের খবর দেন।
শাকিরা লেখেন, ‘আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমাকে ইর্মাজেন্সিতে যেতে হয়েছিল পেটের ব্যথার জন্য। আমি বর্তমানে হাসপাতালে ভর্তি।’ চিকিৎসকেরা তাঁকে পারফর্ম করতে মানা করেছেন। ফলে তাঁর এখন সেই অবস্থা নেই, যাতে তিনি মঞ্চে উঠে পারফর্ম করতে পারেন।
শাকিরা আরও বলেন, এভাবে শো পিছিয়ে দেওয়ায় তিনি ভীষণ দুঃখিত। কারণ, তিনি মুখিয়ে ছিলেন তাঁর পেরুর অনুরাগীদের জন্য, তাঁদের সামনে পারফর্ম করার জন্য।
তবে, তিনি আশ্বস্ত করেছেন যে তাঁর টিম ও কনসার্টের আয়োজক কর্তৃপক্ষ নতুন তারিখ কবে হবে, সেটা নিয়ে কাজ করছে। শাকিরা লিখেছেন, ‘আমি তোমাদের সবাইকে ভালোবাসি। পাশে থাকার জন্য ধন্যবাদ।’ শাকিরা চলতি মাসের শুরুতে গ্র্যামি অ্যাওয়ার্ডসে পারফর্ম করেন। সেদিন গানে আর নাচে মঞ্চ মাতিয়ে রাখেন তিনি।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031164732.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন