দেশের বিভিন্ন স্থানে ঘটে চলেছে ধর্ষণ। নারী ও শিশুদের ওপর হওয়া এই অন্যায়ের প্রতিবাদে সারাদেশে চলছে বিক্ষোভ, প্রতিবাদ। সবার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নাট্য পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড।
নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ডিরেক্টরস গিল্ড মঙ্গলবার (১১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এসময় ডিরেক্টরস গিল্ডের সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসানসহ উপস্থিত ছিলেন নাটকের শিল্পী ও নির্মাতারা।
সাধারণ সম্পাদক ফরিদুল হাসান বলেন, ‘আমাদের কণ্ঠ সোচ্চার হচ্ছে, আমরা জোড়ালো আওয়াজ করছি, আমরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা চাই এ সহিংসতা বন্ধ হোক। রাষ্ট্রকেই এই দায় নিতে হবে। আপনারা কিসের সংস্কার করছেন? নারীরা কেন রাস্তায় নিরাপদ নয়। দ্রুত অপরাধীকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে।’
সহ-সভাপতি ফিরোজ খান বলেন, ‘সামাজিক, পারিবারিকভাবে আমরা এখন এই সঙ্কটের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা আসলে একটা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। বর্তমান সরকার যেন সেই নিরাপত্তা দেয়।’
যুগ্ন সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ মন্টু বলেন, এই দেশ আমরা চাইনি। বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ, তিন মাসের মধ্যে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।’
নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল বলেন, ‘এত অন্যায়, অত্যাচার, বৈষম্য মেনে নিতে পারব না। নিজের জীবন দিয়ে হলেও আমরা নারীদের সম্ভ্রম রক্ষা করব।’
নারী নির্মাতা ও ডিরেক্টর গিল্ডসের সহ-সভাপতি রাশেদা আক্তার লাজুক প্রতিবাদ করে বলেন, ‘দেশে এখন যা চলছে, তা মেনে নেওয়া সম্ভব নয়। সমাজের অস্থিরতার এই সময়ে শিকার হচ্ছে নারী ও শিশুরা। আমরা নারী ও শিশুদের নিরাপ্ততা চাই।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন অভিনেতা ও ডিরেক্টর গিল্ডসের সভাপতি শহীদুজ্জামান সেলিম, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল, অনন্ত হীরা, দীন মোহাম্মদ মন্টু, ফিরোজ খান, চয়নিকা চৌধুরী, রাশেদা আক্তার লাজুক, লিপি আইচ, প্রীতি দত্তসহ অনেকে। তারা সবাই নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে নিজেদের একাত্মতা প্রকাশ করেন।
 

 
                            -20250311113902.webp) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন