পরকীয়া প্রেমের জের ধরে প্রায় অর্ধযুগের সংসার ভেঙেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। এমন খবরে তোলপাড় মিডিয়া অঙ্গন। এর মধ্যেই আবার নতুন খবরের জন্ম দিয়েছেন এই কণ্ঠশিল্পী।
পরকীয়ার খবরে শিরোনাম হওয়ার পর এবার নতুন শিরোনামে ‘সোনা জান’ দিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন কনা। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন আদীব কবির।
ইতোমধ্যে গানের রেকর্ডিং এবং ভিডিওচিত্রের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
এই গানের সবচেয়ে বড় আকর্ষণ হলো, প্রথমবারের মতো বাংলাদেশের কোনো মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া সরকার।
তার সঙ্গে মডেল হিসেবে দেখা যাবে অভিনেতা অমিত পালকে। মোহন ইসলাম এই ভিডিওটি পরিচালনা করেছেন। বাংলাদেশের দর্শকরা এই ভিডিওর মাধ্যমে দুই বাংলার শিল্পীর এক মেলবন্ধন দেখতে পাবেন, যা তাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হবে।
অলিভিয়া সরকার তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, খুব ভালোবাসা আর সম্মান পেয়েছি। কাজ করার পাশাপাশি মানসিক শান্তিরও প্রয়োজন, যেটা পরিবেশ ভালো না থাকলে সম্ভব নয়।
তিনি আরও বলেন, এই কাজটা করে, সত্যিই খুব ভালো লেগেছে।
অলিভিয়া সরকারের ক্যারিয়ার শুরু হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’-এর মাধ্যমে। এরপর তিনি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি লাভ করেন।
পরবর্তীতে ওয়েব সিরিজ, সিনেমা এবং বলিউডের বিভিন্ন প্রজেক্টেও তিনি কাজ করেছেন। তার আসন্ন সিনেমা ‘রাপ্পা রায় ও ফুলস্টপ ডটকম’ ইতোমধ্যেই আলোচনায় এসেছে।
বাংলাদেশি গানে কলকাতার অলিভিয়ার আগমন কেবল একটি দৃষ্টিনন্দন মিউজিক ভিডিও নয়, এটি দুই বাংলার সাংস্কৃতিক সেতুবন্ধনেরও একটি উজ্জ্বল উদাহরণ। এটি শ্রোতা-দর্শকদের জন্য এক নতুন মাত্রার বিনোদন নিয়ে আসবে।
কে এম মিউজিকের ব্যানারে শিগগিরই গানটি প্রকাশিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, কনা বর্তমানে নাটক ও সিনেমার প্লেব্যাক গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্লেব্যাক শিল্পীদের মধ্যে কণার ব্যস্ততা একটু বেশি।
আপনার মতামত লিখুন :