জুলাই মাসের গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত তথ্যচিত্র ‘শ্রাবণ বিদ্রোহ’-এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে আগামী ৭ জুলাই। রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে এই বিশেষ প্রদর্শনী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে এই শো সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, ‘শ্রাবণ বিদ্রোহ’ তথ্যচিত্রের এই বিশেষ প্রদর্শনীতে স্বাগত বক্তব্য দেবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া উপস্থিত থাকবেন শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়র মা শামসি আরা জামান।
তথ্যচিত্রটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, জুলাই মাসের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে। গণমানুষের আন্দোলন, ত্যাগ আর বীরত্বের গল্প ফুটে উঠবে এই প্রদর্শনীতে। দেশবাসীকে সেই ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে এই আয়োজনে সর্বসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :