রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৪:৩২ এএম

কবে প্রেমে জড়িয়েছিলেন সালমান-ঐশ্বরিয়া, জানা গেল ঘটনা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৪:৩২ এএম

‘হম দিল দে চুকে সনম’ সিনেমার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

‘হম দিল দে চুকে সনম’ সিনেমার একটি দৃশ্য। ছবি- সংগৃহীত

২৬ বছর কেটে পেরিয়েছে। সিনেমার দৃশ্যপট বদলেছে, সম্পর্কের সমীকরণও পাল্টেছে। কিন্তু সঞ্জয় লীলা ভানসালির সেই এক অপূর্ব সৃষ্টি ‘হম দিল দে চুকে সনম’-এর মোহ আজও টিকে আছে বলিউডপ্রেমীদের মনে। গল্পের গভীর প্রেম, সংগীত, চোখে চোখে কথা বলা আর এক বিষণ্ণ পরিণতি—সব মিলিয়ে ছবিটি রয়ে গেছে এক নস্ট্যালজিয়া হয়ে।

এই ছবির নায়িকা ‘নন্দিনী’ অর্থাৎ ঐশ্বরিয়া রাই ও ‘সমীর’ সালমান খানের রসায়ন নিয়ে দর্শকমহলে তখন থেকেই জল্পনা ছিল। এবার সে জল্পনায় নতুন মাত্রা দিলেন ছবির অন্যতম অভিনেত্রী স্মিতা জয়কর, যিনি ছবিতে ঐশ্বরিয়ার অনস্ক্রিন মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মিতা জানান, ‘হ্যাঁ, ওরা প্রেমে পড়েছিল সেই সময়। ছবির সেটেই সম্পর্কটা গড়ে ওঠে। এবং সেটা পর্দায়ও ফুটে উঠেছিল। চোখেমুখে, শরীরী ভাষায়, এক রকম ঘোর লেগে থাকত। সেটাই ছবির শক্তি হয়ে উঠেছিল।’

২০২৫ সালের ১৮ জুন ছবির ২৬তম বর্ষপূর্তিতে স্মৃতিচারণ করলেন পরিচালক সঞ্জয় লীলা ভানসালিও। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, ওদের মধ্যে ভালোবাসা জন্মাচ্ছিল। কিন্তু শুধু ওদের নয়, পুরো ইউনিটজুড়েই ছিল গভীর আত্মিক বন্ধন। জোহরা সেহগলজী, হেলেন আন্টি, সালমান, ঐশ্বরিয়া, বিক্রম গোখলে, স্মিতা জয়কর—আমরা যেন একটা পরিবার হয়ে উঠেছিলাম। আমি আর কোনো ছবির শুটিংয়ে এমন তৃপ্তি পাইনি।’

তবে সম্পর্কের গল্পটা ততদিন পর্যন্তই। এরপর যা ঘটেছিল, তা জানালেন সালমানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি। টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে সোমি বলেন, ‘ছবির শুট চলাকালীন আমি সালমানকে ফোন করেছিলাম, তিনি ধরেননি। পরে সঞ্জয় বললেন, ও শটে আছে। এর কিছুদিন পর থেকেই ঐশ্বরিয়া সালমানের জিমে আসতে শুরু করলেন, যেখানে তখন আমি থাকতাম। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের কাজের লোকেরা আমায় জানিয়েছিল, কিছু একটা হচ্ছে। আমি বুঝেছিলাম, আমাকে সরে যেতে হবে।’

২০০২ সালে ভেঙে যায় সালমান-ঐশ্বরিয়ার সম্পর্ক। আর কখনও একসঙ্গে কাজ করেননি তারা। ২০০৭ সালে ঐশ্বরিয়া বিয়ে করেন অভিষেক বচ্চনকে। তাদের একটি কন্যাসন্তান রয়েছে, নাম আরাধ্যা। তবে সম্পর্কের পরিণতি যাই হোক, ‘হম দিল দে চুকে সনম’ রয়ে গিয়েছে বলিউড ইতিহাসের এক মাইলফলক হয়ে।

Shera Lather
Link copied!