ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে নাটকের শুটিং চলাকালীন দুর্ঘটনার শিকার হয়েছেন ‘ন ডরাই’ খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। গতকাল বুধবার শুটিং ইউনিটের লাইটের স্ট্যান্ডে হোঁচট খেয়ে পড়ে গিয়ে দুই পায়ে মারাত্মক আঘাত পান তিনি।
একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘ব্রিটিশ কাউন্সিল অফিসের সামনে শুটিং করছিলাম। একটা দৃশ্য ছিল, যেখানে আমাকে ঘুরতে হচ্ছিল। ঘোরার সময় লাইটের স্ট্যান্ডে পা লেগে হোঁচট খেয়ে পড়ে যাই।’
পরে তিনি জানান, ‘আমার দুই পায়ের হাঁটু ছিলে গেছে, মাংস বেরিয়ে গেছে। অনেক রক্তপাত হচ্ছিল। প্রথমে ব্যথা তেমন বুঝিনি, কিন্তু এখন প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছি। তবে এখনো জানি না, পায়ে কোনো ফ্র্যাকচার হয়েছে কি না।’
চিকিৎসকের পরামর্শে এখন তিনি বিশ্রামে রয়েছেন। সুনেরাহর সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।