ওউনড ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল শেষ বিদায় নিয়েছেন তার বাবার পাশেই। ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক জসীমের কবরে তাকে সমাহিত করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন অর্থহীন ব্যান্ডের ম্যানেজার এহসানুল হক টিটু।
তিনি জানান, ‘রাতুল অর্থহীনের সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। দাফনের সময় পরিবারের সদস্য, স্বজন, বন্ধু ও সংগীতাঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।’
এর আগে রোববার (২৭ জুলাই) সকালে উত্তরার একটি জিমে ব্যায়াম করার সময় হৃদরোগে আক্রান্ত হন রাতুল। তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতাল ও পরে লুবানা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ কে রাতুল ছিলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা জসীমের দ্বিতীয় সন্তান। তার জন্ম সংগীতের প্রতি ভালোবাসা নিয়ে হলেও পরিচিতি পেয়েছেন একাধারে গায়ক, সাউন্ড ইঞ্জিনিয়ার ও সংগীত প্রযোজক হিসেবে।
২০১৪ সালে ‘ওউনড’ ব্যান্ডের মাধ্যমে দেশের সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন তিনি। ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ প্রকাশিত হয় ২০১৪ সালে এবং দ্বিতীয় অ্যালবাম ‘টু’ আসে ২০১৭ সালে। ধীরে ধীরে ব্যান্ডটি শ্রোতাদের মন জয় করতে থাকে।
এ কে রাতুল শুধু নিজের ব্যান্ড নিয়েই থেমে থাকেননি। অর্থহীন ব্যান্ডের জনপ্রিয় অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি’-র সাউন্ড ডিজাইন থেকে শুরু করে বহু খ্যাতনামা শিল্পীর সঙ্গে কাজ করেছেন তিনি। তার নিপুণ কারিগরি ও সৃজনশীলতায় সংগীতাঙ্গনে তিনি ছিলেন নির্ভরতার নাম।
আপনার মতামত লিখুন :