ঢাকা বুধবার, ০৬ আগস্ট, ২০২৫

স্পেনের দ্বীপে নতুন প্রেমিকের সঙ্গে ৫১ বছর বয়সের ‘মেল সি’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ০৩:২৭ পিএম
সংগীতশিল্পী মেলানি চি হোম (মেল সি) ও তার নতুন প্রেমিক। ছবি- সংগৃহীত

‘স্পোর্টি স্পাইস’ নামে পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী মেলানি চি হোম (মেল সি) সম্প্রতি প্রেমিক ক্রিস ডিংওয়ালের সঙ্গে ছুটি কাটাচ্ছেন স্পেনের জনপ্রিয় দ্বীপ ইবিজায়। 

একটি বিলাসবহুল ইয়ট ভাড়া করে সাগরপথে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। সমুদ্রতীরে প্রেমময় মুহূর্তে ধরা দিয়েছেন এই জুটি, যেখানে প্রকাশ্যে পরস্পরকে চুম্বন করতেও দেখা গেছে তাদের।

৫১ বছর বয়সেও মেল সি যেন নতুন উদ্যমে উদ্ভাসিত। কালো বিকিনিতে তার চওড়া কাঁধ, সুগঠিত পেশি ও ফিট শরীর দেখে অনেকেই বিস্মিত। একসময় অলিম্পিক অ্যাথলেটদের মতো গড়ন নিয়ে পরিচিত মেল সি এবারও তার ফিটনেস দিয়ে নজর কাড়লেন। 

ইয়টে কাটানো সময়টুকুতে তাকে দেখা যায় কায়াকিং করতে, কখনো ঝাঁপ দিচ্ছেন গভীর নীল সাগরে, আবার কখনো প্রেমিক ক্রিসের সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্ত উপভোগ করছেন।

ক্রিস ডিংওয়াল একাধারে মডেল, লেখক, অভিনেতা ও নির্মাতা। যদিও কীভাবে তাদের পরিচয় ও সম্পর্কের শুরু, তা এখনও অজানা। তবে গত বছরের গ্লাস্টনবেরি উৎসবে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়ায়।

এর আগে ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত সাত বছর ধরে প্রযোজক জো মার্শালের সঙ্গে সম্পর্কে ছিলেন মেল সি। তাদের বিচ্ছেদের পর মেল ডেটিং অ্যাপ ‘হিঞ্জ’-এ অ্যাকাউন্ট খুলে নতুন সম্পর্কে জড়ান।

স্পাইস গার্লসের সময়কার স্মৃতি স্মরণ করে এক সাক্ষাৎকারে মেল সি বলেন, ব্যান্ডের শুরুতে তাকে প্রেম করতে নিষেধ করা হয়েছিল। ‘বাকি মেয়েরা প্রেম করতে পারলেও, আমাকে বলা হতো—তুমি দুর্বল, তুমি প্রেম সামলাতে পারবে না।’ 

মেল সি বলেন, ‘এর ফলে নিজের ভেতরেই একটা প্রশ্ন তৈরি হয়—আমি কি আসলেই এতটা দুর্বল?’

এদিকে, স্পাইস গার্লসের ৩০ বছর পূর্তি উপলক্ষে তাদের পুনর্মিলন ও সফরের পরিকল্পনা নিয়েও চলছে আলোচনা। ম্যানেজার সায়মন ফুলার নতুন করে ‘অবতার’-স্টাইলের ডিজিটাল কনসার্ট আয়োজন করতে চাইছেন, যেখানে ব্যান্ডের সদস্যদের থ্রিডি ভার্সন মঞ্চে পরিবেশনা করবে।

মেল সি, মেল বি ও এমা বানটন এ পরিকল্পনায় আগ্রহ দেখালেও জেরি হলিওয়েল শারীরিকভাবে মঞ্চে আসতে অনিচ্ছুক। তবে অবতার আইডিয়ায় তিনি সম্মত হয়েছেন। 

অন্যদিকে, ভিক্টোরিয়া বেকহ্যাম এই পরিকল্পনায় বাদ পড়েছেন এবং এতে অসন্তোষও প্রকাশ করেছেন বলে জানা যায়।