প্রায় এক দশক ধরে আটকে থাকা সিনেমা, শুটিং শেষ হয়েছিল ২০১৫ সালে, অথচ মুক্তি মিললো ২০২৫-এ এসে। আর বের হতেই যেন বাজিমাত! দেব-শুভশ্রীর বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’ মাত্র দুই দিনেই টলিউডের বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে।
মুক্তির প্রথম দিনেই টলিউডের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী ছবির খেতাব নিজেদের দখলে নেয় কৌশিক গাঙ্গুলী পরিচালিত এই ছবি। প্রথম দিনেই আয় করে ২ কোটিরও বেশি। দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসের ছুটিতে সেই অঙ্ক আরও ফুলে-ফেঁপে দাঁড়ায় প্রায় ৩.০২ কোটিতে। মাত্র দুই দিনেই ‘ধূমকেতু’ এখন টলিউডের সর্বোচ্চ আয়ের ছবি।

প্রথম দিনেই ২০০র বেশি হাউসফুল শো - কল্পনা করাই যায়, দর্শকের আগ্রহ কোন পর্যায়ে পৌঁছেছে! যদিও শুটিং শেষ হওয়ার পর থেকেই দেব ও প্রযোজক রানা সরকারের দ্বন্দ্বে ছবিটি ঝুলে ছিল মুক্তির অপেক্ষায়। কিন্তু ‘ধূমকেতু’র ভাগ্য নক্ষত্র এবার জ্বলে উঠেছে ধূমকেতুর মতই।
আরেকটি ব্যাপার নিয়েও আলোচনার ঝড় বইছে। বাস্তব জীবনে বিচ্ছেদের পর প্রায় এক দশক একসঙ্গে পর্দায় দেখা যায়নি দেব-শুভশ্রীকে। এই ছবির হাত ধরেই আবার তাদের অনস্ক্রিন রোমান্সের রসায়ন ফিরেছে। প্রচারণার সময়ও দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছে। কেউ কেউ বলছেন, ‘ধূমকেতু শুধু সিনেমা নয়, এটা নস্টালজিয়া আর নতুন শুরুর গল্প।’

শুধু দেব-শুভশ্রী নয়, ছবিটিতে আছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী। আগামী ২২ আগস্ট থেকে গোটা ভারতে মুক্তি পাবে ছবিটি। তাই এখন টলিউডে একটাই প্রশ্ন - ‘ধূমকেতু’র এই ঝড় থামবে কোথায়?
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন