বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৬:১১ পিএম

পরিচালক ভিকিকে কেন ‘সাইকোপ্যাথ’ বললেন নিশো

বিনোদন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৬:১১ পিএম

‘আকা’  সিরিজের নির্মাতা ভিকি জাহেদ ও কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো।  ছবি- সংগৃহীত

‘আকা’ সিরিজের নির্মাতা ভিকি জাহেদ ও কেন্দ্রীয় চরিত্র আফরান নিশো। ছবি- সংগৃহীত

রহস্য, খুনখারাপি আর সম্পর্কের তিক্ত-মিষ্টি খেলা—সব মিলিয়ে নতুন এক সোশ্যাল থ্রিলার নিয়ে হাজির হয়েছেন আফরান নিশো। নাম ‘আকা’। দীর্ঘদিন বড়পর্দায় ব্যস্ত থাকার পর প্রায় তিন বছর পর ওটিটিতে ফিরছেন এই তারকা। তার সঙ্গী হয়েছেন ‘আয়নাবাজি’খ্যাত মাসুমা রহমান নাবিলা। আর পেছনে আছেন সেই চেনা নির্মাতা, ভিকি জাহেদ। ঢাকার নানা লোকেশনে শুটিং হয় এই সিরিজের।

‘আকা’ সিরিজের ট্রেইলারের পোস্টার। ছবি- সংগৃহীত

 

সোমবার বিকেলে হইচই-তে প্রকাশিত ট্রেলার দেখেই বোঝা গেল, খেলাটা এবার ভালোই জমতে যাচ্ছে। নারী কণ্ঠে ভয়েসওভারের সুরে শুরু—‘সময়টা ১৯৯৮ কি ’৯৯। আকা একে একে সব অপরাধীদের খুন করছিল। তারপর হঠাৎ গায়েব!’ এরপর দেখা গেল রক্তাক্ত অতীতের ছাপ নিয়ে ফিরে আসা আকা। চরিত্রটির নামও রাখা হয়েছে সেই সূত্রেই আজাদ আবুল কালাম ওরফে ‘আকা’।

ভিকি জাহেদের জন্য এটি নতুন যাত্রা হলেও তার পরিচালনায় ইতোমধ্যে মুগ্ধ হয়েছেন এই নাটকে অভিনয় করা তারকারা। আফরান নিশোর ভাষায়, “ও ভালো মানুষ কিন্তু একেবারে দুষ্ট। আমার চোখে ও একেবারে ‘সাইকোপ্যাথ’!”

‘আকা’ সিরিজের কেন্দ্রীয় চরিত্রে থাকবেন অভিনেতা আফরান নিশো। ছবি- সংগৃহীত

নিশো মজা করে আরও বলেন, ‘গল্পটা ফালতু হলে আমি আসতাম না। আমি সবসময় ভালো গল্প আর ভালো প্রডাকশনের সঙ্গেই থাকি। মাধ্যমটা কী সেটা আমার জন্য বড় নয়। আর পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কথাই নেই। তার সঙ্গে বোঝাপড়াটা এমন যে, রক্ত ঝরলেও সেটা গল্পের দরকারেই ঝরে।’

নাবিলা এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে। তার ভাষায়, ‘ভিকি ভাইয়ের কাজের আমি পাগল ফ্যান। উনি সাইকো থ্রিলারে জাদু করতে জানেন। ‘আকা’ও দারুণ কিছু হতে যাচ্ছে। প্রথম সিরিজ হিসেবেই আমার কাছে খুব স্পেশাল।’

‘আকা’ সিরিজের কেন্দ্রীয় নারী চরিত্রে থাকবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ছবি- সংগৃহীত

তিনি বলেন, “অনেক থ্রিলার করেছি, কিন্তু ‘আকা’ আমার প্রথম সোশ্যাল থ্রিলার। দর্শকদের সঙ্গে এই কাজটা দিয়ে একটু এক্সপেরিমেন্ট করেছি। মুক্তির পর বোঝা যাবে কতটা হিট হলো।”

ঢাকার নানা লোকেশনে শুটিং করা এই সিরিজে আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, তাজজি হাসান আর শ্যামন্তি সৌমি। ন্যায়-অন্যায়, শোধ-প্রতিশোধ আর প্রেম-প্রবঞ্চনার জটলা নিয়ে ‘আকা’ মুক্তি পাবে ৪ সেপ্টেম্বর হইচই-তে।

নির্মাতা ভিকি জাহেদ। ছবি - সংগৃহীত

শহরের রক্তমাখা রাত আর মানবিক এক প্রেমকাহিনি, এই মিশেলে ‘আকা’ কি ওটিটি দর্শকের ঘুম উড়িয়ে দেবে? সেটা জানতে অপেক্ষা আর কদিন।

রূপালী বাংলাদেশ

Link copied!