ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি আবারও আলোচনায় এসেছেন এক রহস্যময় সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের মাধ্যমে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে দেন তিনি।
ছবিটিতে দেখা যায়, খোলা চুলে, ন্যাচারাল লুকে ক্যামেরাবন্দি হয়েছেন পরীমণি। মুখে হালকা হাসি, চোখে কালো রোদচশমা- যা তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে চোখে পরা সেই সানগ্লাস ঘিরেই শুরু হয় রহস্যের সূত্রপাত।
ছবিটির ক্যাপশনে পরীমণি লেখেন, ‘এই সানগ্লাস আমার নয়, কিন্তু সে আমার। হ্যাঁ, সবাইকে শুভ শুক্রবার।’
এই এক বাক্যের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে অনেক অজানা ইঙ্গিত। কে সেই ‘সে’-এই প্রশ্ন ঘিরে মুহূর্তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় জল্পনা-কল্পনা।
পোস্টটি প্রকাশের পরপরই ভক্তরা মন্তব্য করতে শুরু করেন। অনেকে জানতে চান, ‘কে সে?’ কেউ আবার মন্তব্য করেন, ‘নতুন প্রেম?’, ‘আপনার রোমান্টিকতা আগের মতোই মিষ্টি।’ আবার কেউ কেউ শুধুই পরীর রূপের প্রশংসা করে লেখেন, ‘অসাধারণ লাগছে’, ‘রোদচশমা হোক আর না হোক, আপনি সবসময়ই স্টার!’
তবে এই লেখার সময় পর্যন্ত পরীমণি কোনো মন্তব্যের জবাব দেননি। ফলে গুঞ্জন থামার বদলে বরং আরও বাড়ছে।
উল্লেখ্য, কিছুদিন আগেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরীমণি ও তার দুই সন্তান। কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থ আছেন সবাই। সুস্থতা ফিরে পাওয়ার পর স্বামী এবং সন্তানদের নিয়ে কিছুটা সময় বিদেশে কাটিয়ে আসেন এই তারকা।
দেশে ফেরার পর পরীমণির এই রহস্যময় স্ট্যাটাস নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়েই এখন প্রশ্ন নেট দুনিয়ায়। যদিও পরীমণি বরাবরই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন, তবে এই পোস্টটি যেন ইচ্ছা করেই রেখেছেন ধোঁয়াশায়
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন