বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান বরাবরই ভিন্নধর্মী কাজের জন্য পরিচিত। উচ্চতায় খানিকটা খাট হলেও অভিনয় দক্ষতায় তিনি বলিউডে শক্ত অবস্থান গড়েছেন। তবে এবার নতুন ছবি নিয়ে বিতর্কে জড়ালেন তিনি।
আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে অভিযোগ তুলেছেন, হলিউড সিনেমা ‘চ্যাম্পিয়নস’ (২০২৩) থেকে হুবহু কাহিনি চুরি করেছেন আমির।
ট্রেলার দেখে বোঝা যায়, এক শিক্ষকের কাহিনি। বাস্কেটবল দলের প্রশিক্ষক নানা কারণে জড়িয়ে যান আইনি ঝামেলায়।
ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল হলিউডের ছবি ‘চ্যাম্পিয়নস’। সে ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় উডি হ্যারেলসনকে। আমিরের ছবির প্রথম ঝলক দেখেই সমালোচনায় ভেসে যায় সামাজিক মাধ্যম। নিন্দুকেরা বলতে শুরু করেছেন, হলিউডের ছবি থেকে দৃশ্যের পর দৃশ্য নকল করে ফেলেছেন আমির।
এক নেটিজেন বলিউডের সমালোচনা করে লিখেছেন, বলিউড এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা বলতে কিছু নেই। এ হলো এক ‘রিমিক্স’ কারখানা, যেখানে হলিউড বা টালিউড, দক্ষিণী সবই আছে।