বলিউডের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্রের মৃত্যু হয়েছে গত কয়েকদিন হলো- তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সিনে অঙ্গনে। গতকাল বৃহস্পতিবার মুম্বইয়ের এক পাঁচতারকা হোটেলে আয়োজন করা হয় স্মরণসভা। পরিবারজনেরা ভেবেছিলেন, অভিনেতার ৯০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হবে। কিন্তু তার আগেই চলে গেলেন বলিউডের ‘হ্যান্ডসাম হাং’।
ধর্মেন্দ্রের ছয় সন্তানের চারজন প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সংসারের। আর দুই মেয়ে- ঈশা ও অহনা- হেমা মালিনীর কোলজুড়ে আসা। বহুদিন ধরেই প্রকাশ কৌর ও তার সন্তানদের সঙ্গে হেমার দূরত্ব ছিল প্রকাশ্য। এমনকি ধর্মেন্দ্রের পঞ্জাবের বাড়িতে হেমার প্রবেশাধিকারও কখনো মিলেনি।
এমন টানাপোড়েনের মধ্যেই বাবার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে স্বার্থের প্রশ্ন উঠতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন অহনা দেওল।
অভিনেতার রেখে যাওয়া বিপুল সম্পদের পরিমাণ প্রায় ৩৩৫ থেকে ৪৫০ কোটি টাকা। রয়েছে লোনাভালার ১০০ একর খামারবাড়ি, মুম্বইয়ের ১৭ কোটি টাকার ভিলা, জমিজমা ও রিসর্ট ব্যবসা।
কিন্তু এসব কোনো কিছুই চান না অহনা। তার একমাত্র দাবি- ধর্মেন্দ্রের কেনা প্রথম ফিয়েট গাড়িটি।
অহনার ভাষায়, ‘গাড়িটা ভিন্টেজ। আর এতে বাবার সঙ্গে অসংখ্য স্মৃতি জড়ানো। তার কোলে বসে শহর ঘোরা থেকে প্রথমবার লোনাভালা যাওয়া- সবই ওই গাড়িতে।’
হেমার দাবি, শুধু ভালবাসা স্বামীকে হারানোর শোকে ভেঙে পড়েছেন হেমা মালিনী। তবে সম্পত্তি নিয়ে কোনো আগ্রহ নেই তার।
তিনি বলেছেন, ‘ধর্মেন্দ্রের টাকা-পয়সা বা সম্পদ নয়, আমার চাই শুধু তার ভালবাসা।’
ধর্মেন্দ্রের চলে যাওয়া বলিউডের জন্য বড় ক্ষতি হলেও তার স্মৃতি ধরে রাখতে চাইছেন পরিবারের সদস্যরা। আর সেই স্মৃতির সবচেয়ে মূল্যবান সাক্ষী হয়ে উঠেছে একটি পুরোনো ফিয়েট গাড়ি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন