ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

১৩২ প্রেক্ষাগৃহে শাকিব খানের ‘তাণ্ডব’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ৬, ২০২৫, ১১:২১ পিএম
জয়া আহসান, শাকিব খান ও সাবিলা নূর। ছবি- সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে ঈদ মানেই শাকিব খান। সারাবছর এই নায়কের সিনেমা মুক্তি না পেলেও প্রতি বছর দুই ঈদে ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঈদুল আজহা উপলক্ষে দেশজুড়ে ১৩২ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে দেশসেরা নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’। বরাবরের মতো প্রেক্ষাগৃহের তালিকাতেও এগিয়ে রয়েছেন শাকিব খান। পরিচালক রায়হান রাফি ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে রূপালী বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সিনেমার মাধ্যমে প্রথমবার শাকিবের বিপরীতে নায়িকা হয়ে বড় পর্দায় অভিষিক্ত হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। এরই মধ্যে তাদের ‘লিচুর বাগানে’ গানটি দর্শকমহলে আলোচনা সৃষ্টি করেছে। সেইসঙ্গে সাবিলার প্রশংসাও করেছেন শাকিব।

‘তাণ্ডব’র মাধ্যমে দীর্ঘ একযুগ পর একসঙ্গে পর্দা ভাগ করছেন শাকিব খান ও জয়া আহসান। প্রথমবার জুটি বেঁধে তারা অভিনয় করেছিলেন ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ সিনেমায়। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। দীর্ঘ সময় পর ফের পর্দায় ফিরছেন এই দুই তারকা।

‘তাণ্ডব’ সিনেমাটিতে আরও রয়েছেন গুণী অভিনেতা আফজাল হোসেন, জয়া আহসান, আফজাল হোসেন, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফ এস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েত প্রমুখ।