টালিউডের মুকুটহীন সম্রাজ্ঞী পরীমণির সমুদ্রপ্রেম নতুন কিছু নয়। আগেও বহুবার তিনি জানিয়েছেন, ঢেউয়ের ডাক তার খুব চেনা, নোনা হাওয়ার গন্ধে মন খুলে যায়। কক্সবাজার হোক কিংবা সেন্ট মার্টিন, যখনই সময় পান, ছুটে যান সমুদ্রের কাছে। কখনো ফটো কিংবা ভিডিও শুট, কখনো বা নিজের ম্যানেজারের জন্মদিন পালন, সুযোগ পেলেই সমুদ্রবিলাসে ছুটে যান এই তারকা। সেই পুরোনো টানটাই যেন আবারও নতুন করে মনে করালেন তিনি। তবে তার এবারের বার্তাটি ছিল বেশ রহস্যঘেরা। যা ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে কৌতূহল, আর সামাজিক যোগাযোগমাধ্যমে তুলেছে গুঞ্জনের ঢেউ।

‘সমুদ্রস্নানে যাব… এক পশলা বৃষ্টির সঙ্গে নোনা জলের ঢেউয়ে ঘুম জড়ানো চোখের লেপ্টে থাকা কাজল ধুয়ে দেব…’- শুক্রবার দুপুরে এমন এক রহস্যভরা পোস্ট করে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা তার এই কাব্যিক স্ট্যাটাসে যেন লুকিয়ে আছে না বলা বহু কথা, জলের তলায় চাপা রোমাঞ্চ, আর এক চিলতে আবেশ।
স্ট্যাটাসের শেষে নিজের নাম ও তারিখের পাশে জুড়ে দিয়েছেন ‘পরী’ ইমোজি। এই পরী কি কেবল পর্দার, না কি বাস্তবেও কাউকে সঙ্গে নিয়ে ওড়ার ইঙ্গিত দিচ্ছেন? তার এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। অনুরাগীরা কৌতূহল নিয়ে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ‘পরী, সঙ্গে কি সেই বিশেষ কেউ?’ কেউ আবার লিখেছেন, ‘চোখের কাজল ধুয়ে দিলে কি হৃদয়ের ব্যথাও ধুয়ে যাবে?’

সম্প্রতি উত্তরা বিমান দুর্ঘটনার খবরে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন পরীমণি। অবস্থার অবনতি হলে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তাই সব জল্পনা-কল্পনা সরিয়ে রেখে অনেকেই ধারণা করছেন, মানসিক অবসাদ দূর করতেই সমুদ্রমন্থনে যাবেন অভিনেত্রী।
-20250723113337.jpeg)
সম্প্রতি ব্যক্তিগত জীবন থেকে অভিনয়- সবকিছুতেই বেশ সংবেদনশীল ভঙ্গিতে ধরা দিচ্ছেন পরীমণি। আর এই স্ট্যাটাস যেন তারই এক কাব্যিক পর্দা, যার ওপারে জেগে আছে আরেকটি গল্প।
সমুদ্রের সঙ্গে পরীমণির সম্পর্কটা যেন প্রেম আর প্রতীক্ষার। বৃষ্টির সঙ্গে নোনা জলের মিলনে সেই সম্পর্ক কি নতুন মোড় নিতে চলেছে? নাকি এটি কেবলই একাকী এক কবিতা?

প্রশ্ন রয়ে গেল। উত্তর হয়তো লুকিয়ে আছে পরীমণির প্রিয় সৈকতের বালুকাবেলায়।
আপনার মতামত লিখুন :