ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

হাওরের জলজ জীবনের গল্প ‘জলমহল’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১০:২৫ পিএম
‘জলমহল’ ছবির একটি দৃশ্য। ছবি - সংগৃহীত

হাওরের নীল জলরাশি, দ্বীপের মতো গ্রাম আর জেলেদের জীবন - সব মিলিয়ে যেন গল্পের রাজ্য। সেই রাজ্যকেই এবার বড় পর্দায় আনছেন নির্মাতা মোস্তাফিজ মামুন। তাঁর নতুন সিনেমা ‘জলমহল’-এর শুটিং শেষ হয়েছে কিশোরগঞ্জের বিস্তীর্ণ হাওরে, আর শুটিং ইউনিটের অভিজ্ঞতাই এখন বিনোদন অঙ্গনের নতুন আড্ডার বিষয়।

‘জলমহল’-এর শুটিং চলাকালীন একটি মুহুর্ত। ছবি - সংগৃহীত

নির্মাতা জানালেন, সিনেমায় কাদা-নোংরা নয়, বরং হাওরের পরিচ্ছন্ন গ্রাম আর সেখানকার মানুষের উজ্জ্বল জীবন দেখাতে চেয়েছেন তিনি। সব দৃশ্যই শুট হয়েছে প্রাকৃতিক আলোতে, জেলেদের বাড়িঘর, গ্রাম ও নৌকায়। তাঁর ভাষায়, ‘পর্দায় যেন হাওরের গন্ধ, শব্দ আর জীবনের স্বাদ পান দর্শক - এটাই আমাদের লক্ষ্য।’

অভিনেতা মাসুম রেজওয়ানও শুটিংয়ের স্মৃতিতে এখনও ভাসছেন। ভেজা শরীর, কাদামাখা পা আর নৌকায় ভেসে ভেসে প্রতিদিন পৌঁছাতে হয়েছে লোকেশনে। কখনও ঝড়, কখনও বৃষ্টি - তবু দৃশ্যের সত্যতা ধরে রাখতে থামেননি কেউ। জেলেদের সঙ্গে সময় কাটিয়ে শিখেছেন জাল ফেলা থেকে নৌকা চালানো পর্যন্ত সবই।

অভিনেতা মাসুম রেজওয়ান। ছবি - সংগৃহীত

মাসুম রেজওয়ান প্রথম টেলিভিশনে অভিনয় করেন ২০১৯ সালে। এ পর্যন্ত বেশ কিছু নাটক আর ৩০টিরও বেশি বিজ্ঞাপনচিত্রে তাঁকে দেখা গেছে। সবশেষ তাঁকে দেখা গেছে ‘নীলচক্র’ সিনেমাতে।

‘জলমহল’ ছবির একটি দৃশ্য। ছবি - সংগৃহীত

নির্মাতা বলছেন, ‘জলমহল’ শুধু সিনেমা নয়, হাওরের প্রেমপত্র। চলতি বছরের শেষ দিকে দেশি-বিদেশি উৎসবে প্রদর্শনের আগে ছবিটি এখন সম্পাদনার টেবিলে। তিনি আশাবাদী, হাওরের রূপ আর জলজ জীবনের স্বাদ দর্শকের মন জয় করবে নতুনভাবে।