ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

‘অ্যাক্টরদের কেন দেখতে নিখুঁত হতে হবে? মানুষ এআই না’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৬:০২ পিএম
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল।। ছবি- সংগৃহীত

‘দাগী’ সিনেমার লিখন কিংবা ‘উৎসব’-এর এশা, একের পর এক কাজে প্রশংসিত হয়ে রীতিমতো যেন উড়ছেন সুনেরাহ বিনতে কামাল। এর মধ্যে নাটকের শুটিংয়ে গুরুতর চোট পেয়েও থেমে থাকেননি এই কর্মনিষ্ঠ তরুণী। সবমিলিয়ে ক্যারিয়ারের সাম্প্রতিক গ্রাফটা তরতর করে ওপরেই উঠছে জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রীর। 

সুনেরাহ এবার সরাসরি মুখ খুললেন অনলাইন ট্রল সংস্কৃতি নিয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কয়েকজন সহকর্মীর কিছু ছবি ঘিরে সমালোচনা, কটূক্তি আর কটাক্ষের ঝড় ওঠে। 

সুনেরাহ বিনতে কামাল। ছবি- সংগৃহীত

ঠিক তখনই ক্ষোভে ফেটে পড়েন এই অভিনেত্রী। নিজের ফেসবুক পোস্টে সুনেরাহ লেখেন, ‘অ্যাক্টরদের কেন দেখতে নিখুঁত হতে হবে? মানুষ তো এআই না।’

তার ভাষায়, সহকর্মীদের কেউ ক্লান্ত থাকলে চোখের নিচে ডার্ক সার্কেল নিয়ে বা রোদে শুটিং শেষে গায়ে ট্যান নিয়ে হাজির হলে কিছু দিন ধরে লক্ষ করছেন সেটি নিয়ে অনলাইনে ঠাট্টা-মশকরা হয়। 

সুনেরাহর ফেসবুক পোস্ট। ছবি- সংগৃহীত

সুনেরাহ স্পষ্ট জানিয়ে দেন, ‘টায়ার্ড হলে ডার্ক সার্কেল হবে, রোদে পুড়লে ট্যান হবে, এটাই তো স্বাভাবিক।’ তিনি মনে করেন, একজন অভিনেতা বা গায়ককে বিচার করা উচিত তার অভিনয় বা গানের দক্ষতা দিয়ে, চেহারা দিয়ে নয়।

পোস্টে তিনি আরও লেখেন, ‘মানুষদের খুঁত তাদের বিউটি। মানুষ তো, এআই না।’ তার মতে, বাস্তব জীবনের খুঁতই একজন মানুষকে আসল ও অনন্য করে তোলে, যা কোনো প্রযুক্তি বা কৃত্রিম সৌন্দর্যে ধরা যায় না।’

সুনেরাহ বিনতে কামাল। ছবি- সংগৃহীত

সুনেরাহর এই বক্তব্য প্রকাশের পর অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, তার খোলামেলা মন্তব্য বিনোদন জগতে নতুন আলোচনার জন্ম দেবে। কেউ আবার প্রশংসা করছেন তার সাহসী ভঙ্গির। 

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব সুনেরাহ এবার যেন স্ক্রিনের বাইরে থেকেও নিজের লড়াইটা লড়ে দিলেন, যা হয়তো ট্রল সংস্কৃতির বিরুদ্ধে নতুন বার্তা ছড়িয়ে দেবে।