প্রায় দেড় বছর ধরে যুক্তরাষ্ট্রে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক জায়েদ খান। একের পর এক অঙ্গরাজ্যে শো করতে করতে পৌঁছে গেছেন মিশিগানেও। আর সেখানেই ঘটল এক অনন্য মুহূর্ত: বাংলাদেশের সংগীত গুরু জেমসের সঙ্গে তার দেখা। দীর্ঘদিন পর গুরুর দেখা পেয়ে যেন আবেগে ভেসে গেলেন এই চিত্রনায়ক।
এ প্রসঙ্গে ফেসবুকে জায়েদ লেখেন, ‘আপনার সাথে আড্ডা দিতে গিয়ে সময় যে কখন চলে যায় টেরই পাই না। আপনার আদর, স্নেহ, শাসন আমাকে গভীরভাবে আবেগপ্রবণ করে তোলে। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই দোয়া সবসময়।’
শুধু তাই নয়, কালো হাফপ্যান্ট আর গেঞ্জি পরে জেমসের পাশে দাঁড়িয়ে হাসিমুখে তোলা ছবিও শেয়ার করলেন তিনি। আর সেই পোশাক নিয়েই ঘটল মজার ঘটনা। অনুষ্ঠানের আয়োজক শুভ কামাল ফেসবুকে লিখলেন, ‘গুরুও কিন্তু জায়েদ খানকে পছন্দ করেন। তার হাফপ্যান্ট আর গেঞ্জি কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করে মজা নিলেন!’
শুভ আরও জানান, ‘‘উনি থাকলে যেকোনো আড্ডা জমতে বাধ্য। জায়েদ পরে আমাকে বললেন, ‘দেখেছেন, গুরু আমাকে যেমন আদর করেন, আর কোনো শিল্পী পাবেন না যার সাথে গুরু এমন আপনভাবে কথা বলেন। আপনি যদি কোনো দেশের প্রেসিডেন্টও হন গুরুর কাছে হয়তো গোনার টাইম নাই। কিন্তু উনি যদি কাউকে পছন্দ করেন, তার জন্য গুরু অন্য মানুষ।”
 
মিশিগানের সেই রাতে জেমস আর জায়েদের আড্ডা যে জমে উঠেছিল, তা যেন গানের সুরে সুর মেলানো এক বন্ধুত্বের গল্প হয়ে রইল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন