দেশজুড়ে সমাজের সকল স্তরের নারী ও শিশুদের বিরুদ্ধে হয়রানি, নির্যাতন, ধর্ষণ ও সাইবার বুলিংয়ের উদ্বেগজনক ঘটনা ঘটছে। সেসব ঘটনা পর্দায় তুলে ধরেছেন তরুণ নির্মাতা ইকসান রনি।
সম্প্রতি তিনি নির্মাণ করেছেন একক নাটক ‘আমিই রেনু’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খান আতিক, রাবিনা রাফিন, আশা আহমেদ বেলি, পারিসা জান্নাত, রেশমা আহমেদ, জুয়েল, আঁখি আক্তার প্রমুখ।
নাটকটি নিয়ে পরিচালক ইকসান রনি দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমি আসলে সমাজের দায়বদ্ধতার গল্প বলার চেষ্টা করেছি। সমাজের অমানবিক নারী ও শিশু নির্যাতনের প্রতিচ্ছবি এই নাটকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা নামে মানুষ কিন্তু কর্মে অমানুষ।’
 
এই নির্মাতা আরও বলেন, ‘একটা সাধারণ পরিবারের সামান্য একজন নারী হয়েও কোহিনূর তার মেয়েকে শিক্ষিত করতে চায় যাতে তার মেয়ের জীবনটা তার মতো না হয়। নারীর প্রতি অবহেলা আর নারীকে পণ্য ভাবা সমাজের নিচু মানসিকতার মানুষের প্রতি এটা একটা চপেটাঘাত। একটা রেনুর জীবন বিপন্ন হলেও সমাজের প্রতিটি রেনুর ধর্ষকদের বিরুদ্ধে গর্জে ওঠার সাহস ‘আমিই রেনু’। এতে সবাই অনেক ভালো অভিনয় করেছেন। আশা করছি, নাটকটি সবার ভালো লাগবে।’
খান আতিক বলেন, ‘এই ভিউয়ের বাজারে এমন একটা গল্প নিয়ে কাজ করা অনেক কঠিন। কিন্তু চ্যালেঞ্জ নিয়ে সেই কঠিন কাজটি করেছেন নির্মাতা।’
জানা গেছে, ‘আমিই রেনু’ নাটকটি কেএসআই এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে। নাটকটি প্রকাশ্যে আসতেই দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এরই মধ্যে ১১ লাখের বেশি দর্শক নাটকটি উপভোগ করেছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন