মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যখন গোটা বাংলাদেশ শোকে মুহ্যমান, সেই ট্র্যাজেডির আঁচ লেগেছে দেশের বাইরেও। ভয়াবহ এই দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার খবরে শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জায়েদি।
বাংলাদেশের পতাকা ও ভালোবাসার ইমোজি সংযুক্ত করে ইয়ুমনা এক শোকবার্তায় লেখেন, ‘এফ-সেভেন বিমান দুর্ঘটনায় প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি আমাদের গভীর শোক ও সমবেদনা। আল্লাহ নিহতদের জান্নাত নসীব করুন।’ তার এই পোস্টে বাংলাদেশের প্রতি এক মমতাবোধ, এক সহমর্মিতা যেন স্পষ্ট হয়ে ধরা দিয়েছে।
তবে ইয়ুমনাই একমাত্র নন, পাকিস্তানের আরও বেশ কয়েকজন শিল্পী সামাজিক মাধ্যমে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে লিখেছেন, এমন অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না, বিশেষ করে যখন নিহতদের বড় একটি অংশ শিশু।
এই দুর্ঘটনার পর বাংলাদেশের রাষ্ট্রীয় শোকের খবরে অনেকে নিজেদের অনুভূতি জানিয়ে বলেছেন, সীমান্ত দিয়ে হৃদয়ের ভাষা থেমে থাকে না।
আপনার মতামত লিখুন :