টালিগঞ্জে আবারও হাওয়া তুমুল গসিপের। ছোটপর্দার অভিনেত্রী রিয়া গাঙ্গুলির দাম্পত্য জীবনে যেন রীতিমতো ধারাবাহিকের মোড়কে ‘টুইস্ট’। শোনা যাচ্ছে, স্বামী অরিন্দম চক্রবর্তীর ‘গোপন প্রেম’ ফাঁস হওয়ার পর আর চুপ করে থাকতে পারেননি রিয়া। হাতে নাতে ‘স্বামীর পরকীয়ার প্রমাণ’ পেয়ে এখন তিনি আইনি যুদ্ধের জন্য কোমর বেঁধেছেন!
রিয়ার মুখে স্পষ্ট ক্ষোভ-‘অরিন্দম এখন ছেলেমেয়েদের দেখতেও আসছে না ঠিকমতো। তখনই সন্দেহ হয়। এরপর যা জেনেছি, তাতে আর পিছিয়ে থাকার উপায় নেই।’
রিয়ার অভিযোগে উঠে এসেছে আরও বিস্ফোরক তথ্য। তিনি বলেন, ‘শাশুড়ি অসুস্থ, তাই ছেলেমেয়েদের নিয়ে শ্বশুরবাড়ি গিয়েছিলাম। গিয়ে যা দেখলাম, তাতে মাথা ঘুরে গেল! শ্বশুরমশাইও মেনে নিয়েছেন সেই মহিলাকে।’
সেই প্রেমিকা আবার দূরের কেউ নন, দমদম ক্যান্টনমেন্টে শ্বশুরবাড়ির ‘রেগুলার গেস্ট’। শুধু আসেন না, থেকেও যান মাঝেমধ্যে! এমনকি শোবার ঘরেও নাকি রিয়া নিজের চোখে দেখেছেন সেই মহিলার জিনিসপত্র।
এখানেই শেষ নয়। রিয়াকে নাকি তার স্বামী চাপ দিচ্ছেন আপোসে ডিভোর্সের জন্য। কিন্তু খোরপোশ? না, সেটার পাত্তাই দিতে রাজি নন অরিন্দম! উল্টো ছেলেমেয়েদেরও নিজের কাছে রাখতে চান তিনি।
কান্নাজড়িত কণ্ঠে রিয়া বলেন, ‘ছেলেমেয়েদের কখনোই ছাড়তে পারব না। ওদের ভালো ভবিষ্যৎ চাই। আর তাই আবার ক্যামেরার সামনে ফিরতে চাই, ধারাবাহিকে কাজ করতে চাই।’
রিয়ার এই স্পষ্ট বক্তব্যে টালিগঞ্জে জোর গুঞ্জন-আগামী দিনে হয়তো বড়সড় কোর্টরুম ড্রামা অপেক্ষা করছে এই তারকা দম্পতির জীবনে। আর গসিপপ্রেমীরা বলছেন, ‘এই কাহিনি তো রীতিমতো মেগা সিরিয়ালের প্লট!