বিয়ে করেছেন কি করেননি, সেটা বড় কথা নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ভাইরাল এক ট্রেন্ড: ‘পোস্ট ইউ এজ এ ব্রাইড’। নতুন এই টেমপ্লেট ঘিরে হাসি-মজা, আবেগ আর আক্ষেপে সরগরম হয়ে উঠেছে নিউজ ফিড। ইন্সটাগ্রাম ও টিকটক থেকে ছড়িয়ে পড়া এই ট্রেন্ড এখন ভাইরাল ফেসবুকেও।
নির্দেশনাটা এমন - ‘ডোন্ট স্কিপ, পোস্ট ইউ এজ এ ব্রাইড’। মানে আপনি যদি বিবাহিত হন, তাহলে আপনার বিয়ের দিনের ছবি বা ভিডিও এখনই শেয়ার করতে হবে!
ট্রেন্ডটি মূলত স্টোরি টেমপ্লেট আকারে ছড়াচ্ছে। কেউ একজন ‘ডোন্ট স্কিপ’ লিখে ছবি দিয়েছেন, আর তারপর শুরু হয়েছে শেয়ারিংয়ের বন্যা।
কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে সাধারণ ব্যবহারকারী - সবাই এখন নিজেদের কনের সাজের ছবি বা ভিডিও দিয়ে ভাসাচ্ছেন ফিড।
অনেকেই লিখছেন, ‘আমার জীবনের সবচেয়ে স্পেশাল দিন’, কেউবা বলছেন, ‘তখন বুঝিনি, আজ এতো ভাইরাল হবে!’
বাংলাদেশেও এই ট্রেন্ডের হাওয়া লেগেছে ভালোভাবেই। শাড়ি, গয়না, বিয়ের গেটআপ, কান্না, আনন্দ - সব উঠে আসছে এই ট্রেন্ডের জোয়ারে। বিশেষ করে ২০২০ থেকে ২০২৫ সালের বিয়েগুলোর ছবি এখন যেন নতুন করে লাইমলাইটে।
তবে, ট্রেন্ড মানেই তো একটু ঠাট্টা-তামাশাও থাকবে। যারা এখনো বিয়ে করেননি, তারা লিখছেন, ‘এই টেমপ্লেটটা স্কিপ করতে হলো, কারণ ব্রাইড হওয়ারই সুযোগ হয়নি!’ কেউ আবার মজার ছলে বলছেন, ‘টেমপ্লেট দুরের কথা, আমার তো বিয়েটাই স্কিপ হয়ে গেছে।’
এই কিছুদিন আগেই ফেসবুকে ভাইরাল হয়েছিল গ্লাসে হলুদ ঢেলে স্টাইলিশ ভিডিও শেয়ার করার ট্রেন্ড। আর এখন বিয়ের ছবি! পরের ট্রেন্ড কি হতে চলেছে - ‘পোস্ট ইউ ইন ইয়োর ফিউনারাল অ্যাটায়ার’? একমাত্র সময়ই দিতে পারে এই প্রশ্নের উত্তর।