ছেলেমেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার ব্যাপারে বরাবরই সরব গায়ক আসিফ আকবর। একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকদের উদ্দেশে জানিয়েছেন সেই আহ্বান। তারই ধারাবাহিকতায় বড় ছেলে শাফকাত আসিফ রণের পর এবার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্রর বিয়ের খবর জানালেন।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে ছেলের দুটি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছার সঙ্গে সঙ্গে আসিফ লেখেন, ‘রুদ্র ২৬ বছরে পদার্পণ করল আজ। সেই সঙ্গে এটাই তার শেষ স্বাধীন বসন্ত, আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে।’
এই ‘শহীদ’ শব্দটা যেন এক ঝলকে মজা করেও বাবা-ছেলের ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিয়ে গেল।
আসিফ আরও জানান, জানুয়ারি মাসেই রুদ্রর বাগদান সম্পন্ন হয়। তবে ‘পাবলিকলি জানানোর অনুমতি ছিল না’।

এবার সবুজ সংকেত পেয়ে জানালেন, ছেলের বিয়ের যাবতীয় আয়োজন সম্পন্ন। পাত্রী সম্পর্কে মুখ খোলেননি স্পষ্টভাবে, শুধু বললেন- ‘এবারের গন্তব্য দি ব্রাহ্মণবাড়িয়া জেলা, এর বেশি কিছু বলা যাচ্ছে না।’
ছেলে সম্পর্কে গর্ব নিয়েই লেখেন আসিফ- ‘একটু ভুলে যাওয়া রোগ আছে, এমনিতে ইউনিক একটা ছেলে। মুহূর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে স্টাডি শেষ করে এখন বিজনেস করার চেষ্টায় আছে, প্রশিক্ষণ নিচ্ছে। সে ভালো একজন ফুটবলার, তবে ক্যারিয়ার সেদিকে নিয়ে যায়নি।’
সবশেষে ছেলের ভবিষ্যতের জন্য দোয়া চেয়ে আসিফ লেখেন, ‘আজ রুদ্রর শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল এবং সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।’
বিধবা-বিবাহ রীতির অন্যতম কান্ডারি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজপুত্র নারায়ণচন্দ্রের বিয়ে দিয়েছিলেন একজন বিধবার সঙ্গে। সংগীতশিল্পী আসিফ আকবরও তেমনি ‘কম বয়সে’ ছেলেদের জীবনে বিয়ের ইনিংস শুরু করিয়ে যেন নিজের মতবাদকে বাস্তবে প্রতিষ্ঠিত করলেন আবারও।