সাউথ আফ্রিকার ডারবান শহরে যাচ্ছে গোলাম রাব্বানীর দ্বিতীয় চলচ্চিত্র ‘আনটাং’। ৪ থেকে ৬ জুলাই ডারবানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াটারলু ফিল্ম ফেস্টিভ্যাল। এ চলিচ্চত্র উৎসেব ‘আনটাং’ অফিসিয়ালি নির্বাচিত হয়েছে। নির্মাতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
গোলাম রাব্বানী বলেন, ‘উৎসব কর্তৃপক্ষ আমার সিনেমাটির খুব প্রশংসা করেছেন। একই সঙ্গে চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য তারা আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্রও পাঠিয়েছেন। সাউথ আফ্রিকার ডারবান শহরের মানুষ আমার সিনেমাটি দেখবেন, এটাই আমার জন্য আনন্দের।’
বিশ্বের নানান দেশের ৮২টি চলচ্চিত্র ও ১৬টি মিউজিক্যাল ফিল্ম এ উৎসববে স্থান পেয়েছে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে ‘আনটাং’।
এর আগে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যালে ‘আনটাং’ অনারেবল মেনশন সম্মাননা অর্জন করেছে।
গোলাম রাব্বানীর চিত্রনাট্য ও পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।
মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। এরই মধ্যে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে সিনেমাটি।
হিল চলচ্চিত্র উৎসব, বিইউএফ ফিল্ম ফেস্ট, ইন্ডিপেনডেন্ট চলচ্চিত্র উৎসব, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চলচ্চিত্র উৎসব, জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব, ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে।
এর আগে গোলাম রাব্বানী নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’। এটি ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগে স্পেশাল ম্যানশন সম্মাননা পায়।
উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় আছে এ নির্মাতার ‘স্টিচ লাইফ’ ও ‘নিশি’ নামে আরও দুটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন