সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এম মিউজিকের ব্যানারে শিগগিরই প্রকাশিত হবে নতুন গান ‘নিখুঁত ভালোবাসারই পাড়’। গানটির গীতিকথা লিখেছেন সাইফুল বারী, সংগীতায়োজন করেছেন মারুফ চৌধুরী, আর সুর ও কণ্ঠ দিয়েছেন ইমন আলিফ।
গানের কিছু লাইন পড়লেই বোঝা যায় এর আবেগের গভীরতা-প্রতিটা প্রহর বয়ে যায়/ স্রোতস্বিনী নদীর মতো, জীবনটা এক পাল ছাড়া নাও/বোঝাই তাতে দুঃখ যতো।
গান প্রসঙ্গে সাইফুল বারী বলেন, জীবনে কিছু গান থাকে একান্ত নিজের মতো। এই গানটি আমার কাছে তেমনই একটি বিশেষ গান।
মারুফ চৌধুরী যোগ করেন, গানটির কথার ভেতরে গভীর আবেগ আছে। আমি চেষ্টা করেছি সংগীতে সেটিকে নতুনভাবে ফুটিয়ে তুলতে।
ইমন আলিফ বলেন, নিখুঁত ভালোবাসারই পাড়’ গানটিতে ভিন্ন আবহ রয়েছে। আশা করি শ্রোতারা গানটি ভালো বাসবেন।