মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:৩৭ পিএম

বচ্চন পরিবারের আধিপত্য কার বেশি? ঐশ্বর্য নাকি শ্বেতার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ০৫:৩৭ পিএম

বচ্চন পরিবারের আধিপত্য কার বেশি? ঐশ্বর্য নাকি শ্বেতার!

ঐশ্বরিয়া রায় বচ্চন ও শ্বেতা বচ্চন নন্দা

ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল৷ ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চন। এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল।  

এদিকে বিয়ের কিছু বছর পর থেকেই সন্তানদের নিয়ে বাপের বাড়িতেই থাকেন শ্বেতা বচ্চন নন্দা। কিন্তু কেন বরের কাছে থাকেন না শ্বেতা? তাঁদের তো ডিভোর্সও হয়নি।

অমিতাভ কন্যার সঙ্গে বিয়ে হয় নিখিল নন্দার। বলিউডের সঙ্গে নিবিড় যোগ রয়েছে তাঁর। তবে, তিনি কোনও ভাবেই ফিল্মের সঙ্গে যুক্ত নন। এমনকী তাঁর কোনও ইচ্ছাও ছিল না বলেই জানা গিয়েছে। বাপের বাড়িতে থাকা নিয়ে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বচ্চন পরিবারে।  বিশেষ করে বাড়ির বৌমা ঐশ্বর্যের সঙ্গে সম্পত্তির ভাগ নিয়েও গন্ডগোল তৈরি হয় বলে শোনা গিয়েছে। তাই নাকি বৌমা বাড়িও ছেড়েছেন। কারণ ,বচ্চন বাড়িতে মেয়ের নাকি বেশি আধিপত্য।

ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদের যে গুঞ্জন শোনা গিয়েছিল। তাঁর একাধিক কারণের মধ্যে ননদও নাকি অন্যতম কারণ ছিল। ছেলের থেকে মেয়েকে বেশি সম্পত্তি দেবেন বচ্চন। এই নিয়েই শুরু হয়েছিল গন্ডগোল।

শ্বেতার স্বামী নিখিল মূলত ব্যবসায়ী। কর্পোরেট এবং বিনোদন জগতে তিনি পরিচিত নাম। কৃষি যন্ত্রপাতি খাতে তাঁর নেতৃত্ব এসকর্টস কুবোটা লিমিটেডকে শিল্পে একটি প্রভাবশালী বিজেনেসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 

নিখিল নন্দার বংশধারা বলিউডের বিখ্যাত কাপুর পরিবারের সঙ্গে যুক্ত৷ তিনি কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক রাজ কাপুরের কন্যা ঋতু নন্দার ছেলে। এর ফলে তিনি ঋষি কাপুর, রণধীর কাপুর এবং রাজীব কাপুরের মতো বিখ্যাত অভিনেতাদের ভাগ্নে। তার খুড়তুতো ভাই- বোনদের মধ্যে রয়েছেন বলিউডের তারকা কারিশ্মা কাপুর, কারিনা কাপুর এবং রণবীর কাপুর৷ ফলে তাঁর বলিউড যোগও গভীর।

নিখিল নন্দা এবং শ্বেতা বচ্চন নন্দার দুই সন্তান। নভ্যা নভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা। নভ্যা তাঁর উদ্যোক্তা এবং পডকাস্টিং-এর মাধ্যমে নিজের জায়গা তৈরি করছেন, অগস্ত্য সম্প্রতি জোয়া আখতারের নেটফ্লিক্স ছবি "দ্য আর্চিস"-এ আত্মপ্রকাশের মাধ্যমে বিনোদন জগতে পা রেখেছেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!