ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

হাইব্রিড করলা চাষে লালমনিরহাটের মেহেদীর মুখে হাসি

হাসানুজ্জামান হাসান, (কালীগঞ্জ) লালমনিরহাট
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৮:৩৯ পিএম
কৃষক মেহেদী হাসান তার জমির খেতে করলা হাতে। ছবি- রূপালী বাংলাদেশ

‘আপনার জমি, আমাদের বীজ—সমৃদ্ধ ফসলের নিশ্চয়তা’ এই স্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় রহমান সীডস্ অ্যান্ড টিস্যু কালচার লিমিটেডের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর এলাকায় আয়োজিত ‘মাঠ দিবস’-এ স্থানীয় কৃষকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

এ এলাকার কৃষক মেহেদী হাসান মধু ‘তাবাসসুম সুপার’ নামের হাইব্রিড জাতের করলা চাষ করে পেয়েছেন আশাতীত সাফল্য। তার করলা ক্ষেতটি প্রদর্শনী আকারে তুলে ধরেছে কোম্পানি কর্তৃপক্ষ।

মেহেদী হাসানের করলা খেতে পরিদর্শনে অনেকে। ছবি- রূপালী বাংলাদেশ

মেহেদী হাসান জানান, ‘তাবাসসুম সুপার হাইব্রিড করলা চাষ করেছি। প্রতিকেজি করলা ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছি। বাজারে এর চাহিদা ভালো। আমার এই ক্ষেত দেখে অন্য কৃষকরাও আগ্রহী হচ্ছেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোটমারী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরিদ, রহমান সীডস অ্যান্ড টিস্যু কালচার লিমিটেডের এরিয়া ম্যানেজার হাফিজুর রহমান, সহকারী এরিয়া ম্যানেজার মো. সুজন মিয়া এবং স্থানীয় ডিলার লাল মিয়াসহ অনেকে।