শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:৪৪ পিএম

স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার

মিনহাজুর রহমান নয়ন

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৫, ০৩:৪৪ পিএম

স্বপ্ন ছিল ব্যাংকার হওয়ার

ছবি: সংগৃহীত

মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু করেন শিপন মিত্র। তারপর সিনেমায় নাম লেখান। প্রথম সিনেমা ‘দেশা দ্য লিডার’-এ অভিনয় করেই খ্যাতি পেয়েছিলেন শিপন মিত্র। এ ছাড়া চারটি শাখার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় ‘দেশা দ্য লিডার’।

এরপরই বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি। সর্বশেষ ‘যাও পাখি বলো তারে’ ছবিতে তাকে দেখা গেছে। শিপন মিত্রর বাবা ব্যাংকার ছিলেন, তাই ছোটবেলায় তিনিও ব্যাংকার হতে চেয়েছিলেন, সে জন্য তিনি কমার্স নিয়ে ইন্টারমিডিয়েট শেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন।

কিন্তু অনার্স করার সময় তিনি কিছু প্রডাকশনের সঙ্গে কাজ করেছেন, অনেক প্রডাকশনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। ২০০৮ সালে ‘ব্লাক পেপার’ নামে একটা প্রডাকশন হাউস ও ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম দাঁড় করান তিনি। তার অধীনে অ্যাড মিউজিক ভিডিও তৈরি করেন। ২০১১-১২ সালের দিকে খুব নামকরা কিছু কোম্পানির বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও বানান এই প্রডাকশনের অধীনে। শিপন বলেন, ‘তখন আমার ইচ্ছে হয়েছিল, আমি পরিচালক হই, কিন্তু আমি তখন অভিনেতা হিসেবে অনেক ছবির অফার পাই।

কাজ শুরু করার পর  আমি চিত্রনায়ক হিসেবে পরিচিতি পেয়ে যাই। ফলে ডিরেকশনের দিকে মনোযোগ কমে যায়। তারপরও বছরে কিছু টিভিসি বানাই, সামনে আশা করছি আরও বেশি বেশি কাজ করব। আমার ব্যাংকার হওয়ার পর প্রফেশনালি ডিরেক্টর হওয়ার ইচ্ছে ছিল। আমার আসলে ক্যামেরার পেছনে কাজ করার কথা ছিল কিন্তু কাকতলীয়ভাবে আমি ক্যামেরার সামনে চলে আসি। এখন আমি ক্যামেরার সামনেই কাজ করে যেতে চাই।

নিজেকে একজন চিত্রনায়ক হিসেবে পরিচয় দিতে এখন বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, যত দিন দর্শক চাইবে, আমি একজন অভিনেতা হিসেবে কাজ করে যেতে চাই। যেহেতু পরিচালক হওয়ার ইচ্ছা আছে তাই সামনে কিছু প্ল্যান আছে, তাই নিয়ে চেষ্টা করছি। আর ব্যাংকার হওয়ার যে ইচ্ছে সেটা এখন সম্ভব নয়, কারণ আমার সে বয়স পার হয়ে গেছে!

তবে আমি যেটা না চেয়েও পেয়েছি এবং সফল হয়েছি আমি মনে করি আল্লাহ তায়ালা আমার জন্য এখানেই ঠিক করে রেখেছেন। এখন আমার ইচ্ছে মানুষের মনের মতো অভিনয় করে তাদের মনে জায়গা করে নেওয়া।’
 

রূপালী বাংলাদেশ

Link copied!