ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্নের ষড়যন্ত্র চলছে: দুলু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ১১:৩০ পিএম
নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক শ্রমিক সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল বিএনপিকে চাঁদাবাজ বানিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, যেমনটি তারা বিগত ১৫ বছর ধরে করেছে।’

শনিবার (১২ জুলাই) নাটোর শহরের আলাইপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশটির আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল, নাটোর জেলা শাখা। অনুষ্ঠানটি ছিল ‘রক্তাক্ত জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থান ও শহীদের স্মরণে’।

দুলু বলেন, ‘গত ১৮ বছর ধরে বিএনপিকে ধ্বংস করতে নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও নিপীড়ন চালানো হয়েছে। হাজার হাজার নেতা-কর্মী আহত, পঙ্গু হয়েছেন। এমন কোনো নেতা নেই, যিনি নির্যাতনের শিকার হননি।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সারা দেশে বিএনপির জোয়ার দেখা দিয়েছে। আগে মিছিল করার লোক পাওয়া যেত না, এখন মঞ্চে জায়গা পাওয়া যায় না। যারা অন্যায় করেছে, তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে সন্ত্রাসী, খুনি বা অপরাধীদের স্থান নেই।’

দুলু দাবি করেন, ‘জুলাই আন্দোলনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন শ্রমিকরা। ছাত্ররা রাস্তায় গুলিবিদ্ধ হলে শ্রমিকরাই জীবনের ঝুঁকি নিয়ে তাদের হাসপাতালে পৌঁছে দিয়েছেন। শ্রমিকদের রক্ত ও অর্থেই এসেছে এই অভ্যুত্থান, এসেছে ফ্যাসিবাদ মুক্তি।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল এবং ট্রাক-কার্ভাডভ্যান সংগঠনের সভাপতি আব্দুল জলিল প্রমুখ।