ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

চিংড়ি দিয়ে শাপলার ডাটা যেভাবে রান্না করবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:০০ পিএম
চিংড়ি দিয়ে শাপলার তরকারি বেশ জনপ্রিয় একটি পদ। ছবি- সংগৃহীত

শাপলা ফুল দেখতে যেমন সুন্দর, এর ডাঁটাও তেমনই সুস্বাদু। বিশেষ করে চিংড়ি দিয়ে শাপলার তরকারি বেশ জনপ্রিয় একটি পদ। শাপলার এই পদ থাকলে একথালা গরম ভাত নিমিষেই ফুরিয়ে যাবে। এটি তৈরি করার পদ্ধতিও বেশ সহজ।

চলুন তবে জেনে নেওয়া যাক চিংড়ি দিয়ে শাপলা রান্নার রেসিপি-

তৈরি করতে যা লাগবে

শাপলা- ১ আঁটি

চিংড়ি- পরিমাণমতো

হলুদের গুঁড়া- ১/২ চা চামচ

মরিচের গুঁড়া- ১/২ চা চামচ

পেঁয়াজ- ২টি

কাঁচা মরিচ- ৪-৫টি

তেল- ২ টেবিল চামচ

লবণ- স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন

শাপলা কেটে ধুয়ে নিন। এবার চুলায় একটি পাত্রে পানি ফুটতে দিন। ফুটে উঠলে তাতে কেটে রাখার শাপলাগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিন। বেশি সময় ধরে ফোটাবেন না, তাতে শাপলা বেশি সেদ্ধ হয়ে যাবে। এরপর নামিয়ে পানি ভালোভাবে ছেকে নিন। 

কড়াইতে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিন। কিছুটা ভাজা ভাজা হয়ে এলে তাতে চিংড়ি যোগ করুন। এরপর একে একে অন্যান্য মসলা যোগ করে সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে তাতে আগে থেকে সেদ্ধ করে রাখা শাপলা দিয়ে দিন। কিছুক্ষণ নাড়াচাড়া করে সামান্য পানি যোগ করে ঢেকে দিন।

মিনিট পাঁচেক পরে ঢাকনা তুলে নেড়েচেড়ে দিন। আরও দুই-তিন মিনিট রান্না করে ঝোল টেনে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।