সবসময় প্রেমে থাকতে পছন্দ করেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। এক দশকের ক্যারিয়ারে তাকে জড়িয়ে গুঞ্জনের শেষ নেই। যদিও এসব গায়ে মাখেন না তিনি। সবসময় শ্রোতের বিপরীতে চলেন ডানাকাটা পরী।
শোবিজে নাম লেখানোর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন তিনি। এই বিয়ের খবর একাধিকবার আলোচনায় এলেও কখনো বিষয়টি খোলাসা করেননি এই অভিনেত্রী। অবশেষে খালাতো ভাইয়ের মৃত্যুর পর প্রথম বিয়ের বিষয়টি খোলাসা করলেন আলোচিত এই নায়িকা।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে বিয়ে ও গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেছেন পরীমণি; সচরাচর তাকে গুঞ্জন নিয়ে কথা বলতে দেখা যায় না।
অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমণি। গত বছরের নভেম্বরে এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর এমন গুঞ্জন ফের ছড়ায়। ইসমাইলের সঙ্গে পরীমণির ছবিও নেট দুনিয়ায় দেখা যায়।
ইসমাইল স্বামী ছিল কিনা জানতে চাইলে প্রশ্নের উত্তরে অকপটে পরীমণি বলেন, ‘হ্যাঁ, আমার সৎস্বামী ছিল।’ বিয়ে নিয়ে অপর প্রশ্নে তিনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে- সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’
মাঝে রটেছিল চিত্রনায়ক সিয়াম আহমেদ ও তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে প্রেমের গুঞ্জনের কথা। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘ও (শেখ সাদী) আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’
এর বাইরে চিত্রনায়ক সিয়াম আহমেদের সঙ্গেও পরীমণির গুঞ্জন ছড়িয়েছিল। সিয়ামের সঙ্গে প্রেম প্রসঙ্গে পরীমণি বলেন, ‘আমি জানি না। বিশ্বাস করেন, এই একটা মাত্র মানুষের সঙ্গে আমার সবচেয়ে কোজি রিলেশনশিপ আছে না, ওটাই আছে। সারাক্ষণ যে ফোনে কথা হয়, ওই রকমও না।’
চার বছর আগে ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় পরীমণির সঙ্গে অভিনয়শিল্পী শরিফুল রাজের পরিচয় হয়। পরিচয় থেকে প্রণয়। এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয়। পরে তাদের সম্পর্কে ফাটল ধরে। রাজের সঙ্গে বিয়েটা ভুল ছিল কিনা- জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘না। আমার জীবনে কিছুই ভুল না। সবকিছুই একটা অভিজ্ঞতা।’
বর্তমানে সিঙ্গেল নন পরীমণি। চুটিয়ে চুপিসারে প্রেম করছেন তিনি। তবে নতুন প্রেমিক নিয়ে কিছু খোলাসা করেননি পরী। নিজেকে সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো বলে মনে করেন এই অভিনেত্রী।
প্রেমের সম্পর্কে জড়ানো পরীমণির জন্য নতুন কোনো ঘটনা নয়। আবার এ সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক রাখেন না আলোচিত এই চিত্রনায়িকা।
শোনা যায়, অভিনেত্রীর প্রথম বিয়ে হয় কৈশোর পেরোনোর পরপরই। তবে সেই সংসার টিকেছিল অল্প সময়। আলোচনায় খুব বেশি না এলেও এটি তার জীবনের এক অপ্রকাশিত অধ্যায় ছিল এত দিন।
পরে ২০১২ সালে পরিচালক কামরুজ্জামান রনির সঙ্গে প্রেম ও বিয়ের খবর শোনা যায়। তবে এ সম্পর্কও বেশি দিন টেকেনি। ব্যক্তিগত মতভেদের কারণে তাদের পথ আলাদা হয়ে যায়। এ ছাড়াও এক বিনোদন সাংবাদিকের সঙ্গে বাগদান সেরেও শেষ পর্যন্ত ভেঙে যায় পরীর বিয়ে।
একই সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘আমি এখন পুণ্য ও প্রিয়মের মা বটে! তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চাই। মোট ১০০ বাচ্চার মা হয়ে ওদের দেখভাল করতে চাই। আল্লাহ যাতে আমাদের এই সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বড়লোক করতে পারে। কারণ এ যুগে সন্তানদের বড় করার জন্য অনেক বেশি অর্থের প্রয়োজন। ব্যক্তি পরীমণি বা নায়িকা পরীমণি অনেক ক্ষেত্রে ব্যর্থ হতে পারে, তবে মা হিসেবে আমি নিজেকে কখনো ব্যর্থ হতে দেব না।’
বর্তমানে পরীমণি অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘ডোডোর গল্প’ নামের সিনেমাটি। সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেছেন রেজা ঘটক।