ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

করোনায় আরও একজনের মৃত্যু

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৫, ০৮:৪৫ পিএম
প্রতীকী ছবি।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। শনিবার (৫ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে পজিটিভ শনাক্তের হার ২.৫১ শতাংশ।

এ নিয়ে ২০২৫ সালে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৪ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ৬২৯ জন। মৃতদের মধ্যে ১৩ জন নারী এবং ১১ জন পুরুষ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ বছর করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে (১০ জন), এরপর রয়েছে ঢাকা বিভাগ (৯ জন), খুলনা বিভাগে (৩ জন) এবং সিলেট বিভাগে (২ জন)।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনসচেতনতা ও সতর্কতা বজায় রাখলে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। একই সঙ্গে হাসপাতালগুলোতে চিকিৎসা প্রস্তুতি নিশ্চিত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।