চলমান তীব্র তাপপ্রবাহে হিটস্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় রাজধানীর মহাখালীতে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে চালু হয়েছে বিশেষ হিটস্ট্রোক সেন্টার। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে পরিচালিত এ কেন্দ্র থেকে বিনামূল্যে সেবা নিতে পারবেন সাধারণ মানুষ।
রোববার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেন ডিএনসিসির মুখপাত্র ফারজানা ববি।
তিনি জানান, ‘তাপজনিত অসুস্থতা মোকাবিলায় জরুরি ভিত্তিতে মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতালে হিটস্ট্রোক সেন্টার চালু করা হয়েছে। এতে হিটস্ট্রোক বা অতিরিক্ত তাপে অসুস্থদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।’
এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেও এই সেবাসংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়া যাবে বলে জানান তিনি। ডিএনসিসির নাগরিকরা সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগিতা নিতে পারবেন।
তাপপ্রবাহের সময় রাস্তায় চলাচলরত পথচারীদের বিশ্রামের সুবিধার্থে বেলা ১১টা থেকে মাগরিব পর্যন্ত ডিএনসিসির আওতাধীন মসজিদগুলো খোলা রাখা হবে। এসব মসজিদের মূল কক্ষ ও অজুখানাগুলো জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এরই মধ্যে এ বিষয়ে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :