ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

ইভ্যালির ওয়েবসাইট হ্যাকড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০২:২১ পিএম
ইভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড হয়েছে। ছবি- সংগৃহীত

দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকড হয়েছে। শুক্রবার (২৪ মে) দুপুরের দিকে ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে ব্যবহারকারীরা দেখতে পান, সাইটটির স্বাভাবিক কনটেন্টের পরিবর্তে একটি হ্যাকার গ্রুপের বার্তা প্রদর্শিত হচ্ছে।

এদিকে এখন পর্যন্ত হ্যাকিংয়ের পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। নিরাপত্তা বিশ্লেষকরা ধারণা করছেন, এটি কোনো বিদেশি সাইবার গ্রুপের কাজ হতে পারে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় দেশীয় ই-কমার্স সাইটগুলো সাইবার হামলার শিকার হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন প্ল্যাটফর্মের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন।