ফেসবুকের ‘রিলস’ ফিচারটি ব্যবহারকারীদের মধ্যে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই প্রবণতাকে সামনে রেখেই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
এখন থেকে ফেসবুকে আপলোড করা যেকোনো ভিডিও ‘রিলস’ ফরম্যাটেই দেখা যাবে। অর্থাৎ, ভিডিও পোস্ট মানেই সেটি রিলস হিসেবে প্রদর্শিত হবে।
বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৭ জুন) এক বিবৃতিতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, কনটেন্ট নির্মাতা ও ব্যবহারকারীদের আয় বৃদ্ধির সুযোগ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন আপডেটের আওতায় ফেসবুকের ‘ভিডিও’ ট্যাবের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘রিলস’ ট্যাব। আপলোডকৃত সব ভিডিও রিলস হিসেবে সহজে দেখা ও শেয়ার করা যাবে।
মেটা জানিয়েছে, এই পরিবর্তন পর্যায়ক্রমে ব্যবহারকারীদের প্রোফাইল ও পেজে যুক্ত হবে এবং আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্বব্যাপী চালু করা হবে।
নতুন এই ফিচারে রিলসে ভিডিওর দৈর্ঘ্যের আগের সীমাবদ্ধতা (যেমন ৯০ সেকেন্ড) থাকছে না। ফলে এখন থেকে ব্যবহারকারীরা যেকোনো দৈর্ঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন রিলস হিসেবে।
যেসব ব্যবহারকারী ইতোমধ্যে ভিডিও বিভাগে কনটেন্ট আপলোড করেছেন, তাদের ভিডিওগুলো অপরিবর্তিত থাকবে। সেগুলো সহজেই ‘রিলস’ ট্যাবের মাধ্যমে খুঁজে পাওয়া যাবে বলে জানিয়েছে মেটা।
বিশ্লেষকদের মতে, মেটার এই নতুন সিদ্ধান্ত কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন সুযোগের দ্বার খুলবে, বিশেষ করে যারা ফেসবুককে আয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে থাকেন।
রিলস মূলত ছোট আকারের ভিডিও কনটেন্ট, যা প্রথমে জনপ্রিয় হয় ইনস্টাগ্রামে। টিকটকের জনপ্রিয়তা দেখে মেটা ২০২০ সালে ইনস্টাগ্রামে রিলস চালু করে। পরে ২০২১ সাল থেকে ফেসবুকেও রিলস চালু করা হয়।
রিলসের মাধ্যমে ব্যবহারকারীরা ছোট দৈর্ঘ্যের ভিডিও তৈরি করে দ্রুততার সঙ্গে শেয়ার করতে পারে। এতে ভিডিও এডিটিং, মিউজিক, ইফেক্টসহ নানা সুবিধা দেওয়া হয়, যাতে সহজে আকর্ষণীয় কনটেন্ট বানানো যায়।
রিলসের মূল উদ্দেশ্য হলো, ক্রিয়েটরদের আরও বেশি দর্শকের কাছে পৌঁছে দেওয়া এবং দর্শকদের জন্য সহজে গ্রহণযোগ্য ও বিনোদনমূলক কনটেন্টের জগৎ তৈরি করা।
বর্তমানে ইনস্টাগ্রাম ও ফেসবুকে রিলসই সবচেয়ে বেশি দেখা ভিডিও ফরম্যাট হিসেবে পরিচিত হয়ে উঠেছে। অনেক কনটেন্ট নির্মাতার আয়ের বড় উৎসও এখন রিলস।
নতুন আপডেটের ফলে রিলসের ফরম্যাটে সময়ের সীমাবদ্ধতাও থাকছে না, ফলে দীর্ঘ ভিডিও কনটেন্ট নির্মাতারাও এই প্ল্যাটফর্মে সহজেই জায়গা করে নিতে পারবেন।

 
                             
                                    



 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন