ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

চ্যাটজিপিটির ডায়েট প্ল্যানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বৃদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১২:০০ পিএম
ছবি- সংগৃহীত

সম্প্রতি চ্যাটজিপিটির তৈরি ডায়েট প্ল্যান মেনে বিপাকে পড়েছেন এক বৃদ্ধ। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। 

৬০ বছর বয়সী ওই ব্যক্তির কোনো গুরুতর শারীরিক অসুখ ছিল না, কিন্তু তিনি স্বাস্থ্যকর ডায়েট পরিকল্পনার জন্য চ্যাটজিপিটির পরামর্শ নিয়েছিলেন। 

তবে সেখানে তাকে সাধারণ লবণের (সোডিয়াম ক্লোরাইড) পরিবর্তে ‘সোডিয়াম ব্রমাইড’ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়, যা শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত।

‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন: ক্লিনিক্যাল কেসেস’ প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি তিন মাস ধরে অনলাইনে কেনা ব্রমাইড লবণের বিকল্প হিসেবে খাদ্যে যুক্ত করছিলেন। 

এর ফলে তার শরীরে নানা জটিলতা দেখা দেয়—মস্তিষ্কের সমস্যা, বিভ্রান্তি, হ্যালুসিনেশন এবং ত্বকে লাল দাগসহ ব্রোমোডার্মার মতো লক্ষণ। তিন সপ্তাহের নিবিড় চিকিৎসা ও ইলেক্ট্রোলাইট ভারসাম্য পুনঃস্থাপনের মাধ্যমে তিনি সুস্থ হন।

এ ঘটনার মাধ্যমে এআই থেকে প্রাপ্ত স্বাস্থ্য তথ্যের ভুল হওয়ার আশঙ্কা ও চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্ব আবারও প্রমাণিত হলো। অনেকে প্রশ্ন করেন, স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ও পরামর্শের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর কতটা নির্ভর করা উচিত?

চ্যাটজিপিটি ও অন্যান্য এআই চ্যাটবট ব্যবহার করে স্বাস্থ্য তথ্য সংগ্রহ অনেকের কাছে সহজ হলেও এই প্রযুক্তি এখনো চিকিৎসকের বিকল্প হতে পারে না। তাই স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই পেশাদার ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।