রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৪:৪০ এএম

কেন ফেসবুক ফলোয়ার বাড়ে না, জেনে নিন

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ০৪:৪০ এএম

ফেসবুক। ছবি- সংগৃহীত

ফেসবুক। ছবি- সংগৃহীত

বর্তমান সময়ে কম-বেশি সবাই সোশ্যাল মিডিয়া চালাতে অভ্যস্ত। বিশেষ করে ফেসবুক। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজের মতামতকে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং এর থেকে আয় করাও সম্ভব। তবে এ জন্য ফলোয়ার বিশেষ ভূমিকা রাখে। অনেক সময় দেখা যায়, ভালো কনটেন্ট পোস্ট করেও ফেসবুকে ফলোয়ার বাড়ছে না। এর পিছনে নির্দিষ্ট কিছু কারণ আছে।

জেনে নিন যেসব কারণে ফেসবুকে ফলোয়ার বাড়ে না-

ঠিক সময়ে পোস্ট : ফলোয়াররা যখন অনলাইনে থাকে না, তখন পোস্ট দিলে রিচ কমে যায়। নিজের পেজের ইনসাইট দেখে সেরা সময় বের করা দরকার এবং ওই সময়েই নিয়মিত পোস্ট করা জরুরি।

অতিরিক্ত পোস্ট : খুব বেশি পোস্ট দিলে ফলোয়ার বিরক্ত হয়ে আনফলো করে। অ্যালগরিদমও এক দিনে অতিরিক্ত পোস্টকে কম প্রোমোট করে।

পরিষ্কার ব্র্যান্ড আইডেন্টিটি না থাকা : প্রোফাইল ছবি, কভার, টোন, ভাষা সব মিলিয়ে যদি একরকম না হয়, তাহলে মানুষ আপনাকে মনে রাখতে পারবে না।

পোস্টের সময় : একদিনে কয়েকটি পোস্ট, তারপর কয়েকদিন পোস্ট নেই। এমন হলে ফেসবুক অ্যালগরিদম পোস্টের রিচ কমিয়ে দিতে পারে। তাছাড়া পোস্টে ধারাবাহিকতা না থাকলে ফলোয়াররা আগ্রহ হারায়।

নিজের প্রচার : শুধু নিজের পণ্য/সেবা বা সাফল্যের খবর পোস্ট করলে মানুষ বিরক্ত হয়। অন্তত ৮০ শতাংশ পোস্ট হতে হবে তথ্য, বিনোদন বা মূল্যবান কনটেন্ট; ২০% হতে পারে প্রচারণা।

নিম্নমানের কন্টেন্ট : এলোমেলো ফ্রেমিং, ঝাপসা ছবি বা অডিও খারাপ হলে দর্শক প্রথমেই স্ক্রল করে চলে যাবে। ফেসবুকে ভিজ্যুয়াল কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যোগাযোগ না রাখা : কমেন্টে উত্তর না দেওয়া, ইনবক্সে রেসপন্স না করা, এতে ফলোয়াররা উপেক্ষিত বোধ করেন। অ্যালগরিদমও কম এনগেজমেন্ট দেখে আপনার রিচ কমিয়ে দেয়।

একই ধরনের কনটেন্ট : একই মিম, খবর বা একই স্টাইলে পোস্ট করলে মানুষ আগ্রহ হারায়। ফলে পোস্টে বৈচিত্র্য রাখতে হবে।

কপি-পেস্ট কনটেন্ট : অন্য পেজের কনটেন্ট হুবহু কপি করলে দর্শক আপনাকে অনন্য মনে করবে না। অ্যালগরিদমও শেয়ার করা কনটেন্টের রিচ কমিয়ে দেয়।

ট্রেন্ড উপেক্ষা করা : ফেসবুক ট্রেন্ড, ভাইরাল চ্যালেঞ্জ বা চলমান আলোচনায় অংশ না নিলে নতুন অডিয়েন্স আকর্ষণ করা কঠিন হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!