মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হবে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বিচারপতির বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গত ৯ জানুয়ারি, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দিয়েছিল।
আজহারের রিভিউ আবেদন শুনানির জন্য আদালতে উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী ও ব্যারিস্টার নাজিব মোমেন।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এটিএম আজহারুল ইসলামের রিভিউ আবেদন শুনানি হবে এবং ব্যারিস্টার আবদুর রাজ্জাক এই মামলায় শুনানি করবেন।
২০২০ সালের ১৯ জুলাই, এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেন। ২৩ পৃষ্ঠার এই আবেদনে ১৪টি যুক্তি উপস্থাপন করা হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরবর্তীতে, ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিলের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ মৃত্যুদণ্ড বহাল রাখে।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন