জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি আজকের মতো মুলতবি করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফের শুনানি হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে একাত্তরে স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ আবেদনের আংশিক শুনানি শেষে এই আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ।
আদালত জানিয়েছেন, আগামীকাল আপিল বিভাগের কার্যতালিকায় এই শুনানি টপ লিস্টে থাকবে।
আইনজীবীরা জানিয়েছেন, এটিএম আজহারুল ইসলামের খালাসের পক্ষে ১৪টি পয়েন্ট দেখানো হয়েছে। সেই যুক্তির মধ্যে পাঁচটি যুক্তি আজকে আদালতে পড়ে শোনানো হয়েছে। আগামীকাল বাকিগুলো পড়া হবে।
রিভিউ আবেদনটির শুনানি শেষে এটি অ্যালাউ করলে আজহার খালাস পাবেন। অপরদিকে রিভিউ আবেদনটি খারিজ করে দিলে তার মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকবে। তবে রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে অন্য সাজাও দিতে পারেন। সবকিছুই নির্ভর করছে আদালতের এখতিয়ারের ওপর।
২০১২ সালে গ্রেপ্তার হওয়ার সময় এটিএম আজহার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন। ২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর ২০১৫ সালে ১১৩টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে আবেদন করেন তিনি। তবে ২০১৯ সালে আপিল বিভাগ তার মৃত্যুদণ্ড বহাল রাখে।
মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে ১২৫৬ জনকে গণহত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর আহত করার পাশাপাশি শতশত বাড়ি-ঘরে লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে একমাত্র গণহত্যার অভিযোগ বাদে বাকি পাঁচটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন