জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে এ সাক্ষ্যগ্রহণ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
রোববার (৭ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-২’র চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এর আগে ২৮ আগস্ট মামলার প্রথম দিনে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন এবং এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হক সাক্ষ্য দেন। তবে আসামিপক্ষ তখনো সাংবাদিক মঈনুলের জেরা শেষ করতে পারেনি। আজকের কার্যক্রমে তার জেরা শুরু হবে বলে জানা গেছে।
এদিন সকালেই ছয়জন আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে মামলার বিচারকাজ শুরু হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য উপস্থাপন করেন। এর আগে ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে বিচার শুরু করার নির্দেশ দেয়।
তবে এ মামলার ২৪ আসামি এখনো পলাতক। তাদের পক্ষে গত ২২ জুলাই সরকারের খরচে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর ২৯ ও ৩০ জুলাই বিভিন্ন আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শুনানি করেন।
গত ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। পরবর্তীতে ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানি শেষ হয়। এ মামলায় মোট ৬২ জন সাক্ষীকে আদালতে হাজির করার কথা রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন