রাষ্ট্রীয় আমন্ত্রণে যুগান্তকারী সফরে বাংলাদেশ আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী ফেব্রুয়ারি মাসে তিনি এ সফর করবেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে বাংলাদেশ সফর করবেন। আসন্ন এ সফরকে যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই সফর দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্ককেই সামনে তুলে ধরছে।
জানা গেছে, ২০১২ সালের পর পাকিস্তানের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বাংলাদেশ সফর হতে যাচ্ছে।
প্রসঙ্গত, জুলাই বিপ্লবে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এ পটপরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে।
এদিকে, গত বৃহস্পতিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই উল্লেখ করেন।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন