দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর আজ কারামুক্ত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপি নেতার মুক্তির খবরে রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে অপেক্ষা ছিল দলটির হাজারো নেতাকর্মী।
লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিতে এলাকা থেকে দলে দলে লোকজন ভিড় করেন কারগারের সামনে। কখন তিনি কারাগার থেকে ছাড়া পাবেন, সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন তারা।
প্রায় দেড় যুগ পর নেতাকে সামনাসামনি দেখা যাবে, এমনটা ভেবে জেলগেটের সামনে ভিড় করেছেন তার সমর্থকরা। অপেক্ষার তর সইছে না কারও কারও। অনেকেই জেলগেটের বেষ্টনী ডিঙিয়ে ভেতরে ঢুকে পড়েন। কেউ কেউ বেষ্টনী পাড়ি দেয়ার চেষ্টা করলেও তাদের কার্যসিদ্ধি হয়নি। একপর্যায়ে বাবর সমর্থকদের চাপে বেষ্টনী ভেঙে পড়ার উপক্রমও হয়।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর ছাড়া পেয়েছেন।
গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান বাবর। এ রায়ের মাধ্যমে তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান তিনি। ফলে বাবরের কারামুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানানো হয়।
উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাক অস্ত্রের চালান। এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়।
২০০৭ সালের ২৮ মে আটক হন বাবর। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। এর মধ্যে দুটি মামলায় তার মৃত্যুদণ্ডাদেশ হয় এবং একটিতে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পর এসব মামলার আপিল শুনানি শেষে একে একে খালাস পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

 
                            -20250116083130.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন