ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আমরণ অনশনে মহাখালীতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৫০ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সাত দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন শিক্ষার্থীদের একটা অংশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে কলেজের সামনে শিক্ষার্থীদের অবস্থান ও অনশন কর্মসূচির কারণে সড়কের দুই লেনে যানচলাচল বন্ধ হয়ে গেছে। এতে সামনে পেছনে তীব্র যানজট দেখা দিয়েছে।

যানজট ও রাস্তা বন্ধের কারণে মহাখালী থেকে গুলশান-১ ও গুলশান-১ থেকে মহাখালী রুটে চলছে না কোনো যানবাহন। এই রুটে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।

যানজটের কারণে আমতলী থেকে কোনো গাড়ি গুলশান ১ এর দিকে যাচ্ছে না এবং গুলশান-১ থেকে কোনো গাড়ি আমতলীতে আসছে না। মহাখালী থেকে উত্তরার দুইদিকেই যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে ক্রাইম পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জনের সহকারী কমিশনার মো. জুনায়েদ জাহেদী ঢাকা পোস্টকে বলেন, শিক্ষার্থীদের মহাখালী সড়কে অবস্থান ও অবস্থান কর্মসূচির কারণে সকাল থেকে সড়কে চাপ বেড়েছে। গুলশান-মহাখালী রুটের দুই লেনে যানচলাচল বন্ধ থাকায় বনানী রুটেও চাপ বেড়েছে।