গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোনের কারণে আতঙ্ক সৃষ্টি হলে ছুটোছুটিতে অন্তত ৬৪ মুসল্লি আহত হয়েছেন।
জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাত চলাকালে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে মোনাজাতের চিত্র ধারণে ব্যবহৃত একটি ড্রোন মাটিতে পড়ে যায়। আর সেই ড্রোনের বিকট শব্দে মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন। আর এসময় আহত হন ৬৪ মুসল্লি।
এ ঘটনায় আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আহত মুসল্লিরা আতঙ্কে ছোটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। আহতদের মধ্যে বিভিন্ন বয়সের মুসল্লি রয়েছে, যাদের মধ্যে একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল ইসলাম জানান, ড্রোনটি সম্ভবত চার্জ শেষ হওয়ায় ২নং গেটের সামনে এসে পড়ে। ড্রোনের পড়ে যাওয়ার আওয়াজে মুসল্লিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইজতেমা ময়দানে কিছু সময়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031160223.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন